নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁয়ের এএনজেড টেক্সটাইল মিলস ফ্যাক্টরিতে চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
১৫ জানুয়ারি বুধবার সকালে সোনারগাঁয়ের জামপুর কদমতলী ঈদগাহ সংলগ্ন ফ্যাক্টরিতে এঘটনা ঘটে।
এঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারি মোঃ আনোয়ার হোসেন সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে মোঃ আনোয়ার হোসেন উল্লেখ করেন, বুধবার সকালে মোঃ আশরাফ ভুইয়া, মোতালেব মেম্বার, মুছা মিয়া, দিপু মিয়া, নাঈম, আরিফ, মোক্তার, আজিজ, ইসলাম, আঃ আজিজ মিয়া, মোঃ দৌলত, খোকা মিয়া, ওয়াসিম, নুরউদ্দিন, সফিকুল, ইব্রাহিম, মহসিন, ঈসমাইল, মোঃ রহিমসহ অজ্ঞাত একশ` থেকে দেড়শ` জন স্বশস্ত্র অবস্থায় এএনজেড টেক্সটাইল মিলস এর কন্সট্রাকশন সাইটে গিয়ে শ্রমিকদের মারধর করে এবং চাঁদাদাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানাইলে উপরিউক্ত সন্ত্রাসিরা শ্রমিকদের মারধর, জিম্মি করিয়া ও হুমকি ধামকি দিয়া যাইবার কালে গুলি করিতে করিতে ৩০ টন রড, ৭০০ বস্তা সিমেন্ট, ৩০ টন আইভীম গাড়িতে করিয়া লুট করিয়া নিয়া যায়। যাহার আনুমানিক বাজার মুল্য ১ কোটি টাকা।
এবিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তপূর্বক এবিষয়ে ব্যবস্থা নিবে বলে জানিয়েছে।