বাগেরহাট জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ কচুয়া থানা এর নেতৃত্বে কচুয়া থানার একটি চৌকশ আভিযানিক দল বাগেরহাট জেলার কচুয়া থানাধীন বাধাল ইউনিয়নের দোবাড়িয়ার জনৈক কামাল সরদারের স-মিল এর সামনে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ১। হোসেন গাজী (২০), ২। শোভন ব্যানার্জী (১৯) ও ৩। ইয়ামিন ইসলাম @ শাওন (২৪) দেরকে দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে ০১ টি কাঠের বাট যুক্ত লোহার রামদা, যার বাট সহ দৈর্ঘ্য অনুমান ৪২.৮ ইঞ্চি, ০১ টি কাঠের বাট যুক্ত লোহার তৈরি দা, যা বাট সহ দৈর্ঘ্য অনুমান ২২ ইঞ্চি, ০১ টি ধাতব কুড়াল, যার দৈর্ঘ্য অনুমান ২৫.৭ ইঞ্চি ও ০১ টি ধাতব পাইপ, যার দৈর্ঘ্য অনুমান ৩৩.৫ ইঞ্চি উদ্ধার করেন। এ সংক্রান্তে কচুয়া থানার মামলা নাম্বার- ৭, তারিখ- ২০/১২/২০২৪ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা চন্দ্র কান্ত গাইন, এসআই (নিঃ), কচুয়া থানা, বাগরেহাট গত ১৪/০১/২০২৫ খ্রিঃ দিবাগত রাতে মামলার ঘটনার সাথে জড়িত পলাতক আসামী ১। মোঃ আলতাফ হোসেন (৪৮), ২। বদিরুর জামান (২৬),উভয় পিতা- মোঃ মোসলেম আলী শেখ, মাতা- মৃত জেলেখা বেগম, সাং-লড়ারকুল ও ৩। মোঃ জাহিদুল ইসলাম হাওলাদার (৪০), পিতা- মৃত সাইফুল ইসলাম, মাতা- মৃত জুলেখা বেগম, সাং- মাদারতলা, সর্ব থানা- কচুয়া, জেলা- বাগেরহাটদরেকে গ্রেফতার করতঃ অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। আসামীগন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।স্টাফ রিপোর্টার: নির্মল পাল