মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ: ১৬/০১/২০২৫ ইং
সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের (৪৬তম বিজ্ঞান মেলা), ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানটি আজ, ১৫ জানুয়ারি ২০২৫, উপজেলা পরিষদ শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, শাহজাদপুর, সিরাজগঞ্জ। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমে একটি দেশ উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে। এই আয়োজন নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ সৃষ্টি করবে।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) রিপন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার সেরা অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং পৃষ্ঠপোষকতায় ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। উপজেলা প্রশাসন, শাহজাদপুর এই গুরুত্বপূর্ণ আয়োজনটি সফলভাবে বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং তাদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্পগুলো প্রদর্শিত হয় যা উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।
এছাড়াও তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়ন হিসেবে বিশেষ এক গুরুত্বপূর্ণ অর্জন ছিনিয়ে তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে।