মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ।
যশোরে ‘পৃথিবী ও কলা বিপ্লব দিবস’ উদযাপন উপলক্ষ্যে বুধবার (১৫ জানুয়ারি) আয়োজিত এক অনুষ্ঠানে কর্মক্ষেত্রে অবদান রাখার জন্য প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানসহ ৩ জন সাংবাদিক ও ১ জন পুলিশ কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আর্ট মাদার আর্থ ফাউন্ডেশনের আয়োজনে এবং সামাজিক সচেতন সংস্থার (সাসস) পৃষ্ঠপোষকতায় বুধবার বেলা ১১টায় যশোর পৌরপার্কে এই অনুষ্ঠানের আয়াজন করা হয়।
সাসস যশোর জেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশের উপ-পরিদর্শক মো. মফিজুল ইসলাম পিপিএম ও দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার মীর মঈন হোসেন মুসা। উপস্থিত ছিলেন সাসস যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী বাপ্পি, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য কাজী সায়েম, মেহেদি হাসান টনি, ইয়ানুর রহমান, কাজী জাফর, আরমান হোসেন, মিজানুর রহমান, অনিক হোসেন শুভ দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার জেমস আব্দুর রহিম রানা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজ'র স্টাফ রিপোর্টার মীর মঈন হোসেন মুসা ও পুলিশের উপ-পরিদর্শক মো. মফিজুল ইসলামকে সাসস'র পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ক্রেস্ট প্রদানে মনোনীত সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান বিশেষ কারণ বশত অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সহকর্মী মীর মঈন হোসেন মুসা। ক্রেস্ট প্রদান শেষে কেক কাটা ছাড়াও পৌরপার্কে ২টি ফলজ ও ফুলের গাছ রোপন করা হয়।