গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে ১৫০ গজ দূরত্ব বজায় রেখে চলাচল করার নির্দেশনা প্রদান করেন ইউএনও।
আলোচনা সভায় চলতি মাসের ২০ তারিখ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহ এবং বাল্যবিবাহ রোধে জনসচেতনতা বৃদ্ধিতে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অভিভাবকদের নিয়ে আলোচনা সভা করার নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল বৃদ্ধিতে একমত পোষণ ও আগ্রাদ্বীগুন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ক্যাম্প স্থাপনের উপর গুরুত্বারোপ, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশের পরিবেশ তৈরিতে প্রতি সপ্তাহে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন, ব্যবসা প্রতিষ্ঠানে যত্রতত্র গ্যাস সিলিন্ডা বিক্রি বন্ধ এবং সম্প্রতি এইচএমপিভি ভাইরাস সংক্রমণ বৃদ্ধি রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাক্স ও হাত ধোয়াসহ বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. বেদারুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার মহিউদ্দিন ভুইয়া।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য অফিসার মামুনুর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা তথ্য অফিসার ইসকিতা আফরিন, বিজিবি প্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান।
গোলজার রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি