স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট (SZHM Trust) এর উদ্যোগে চিকিৎসা খাতে ৬ ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান আজ ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন-এর সঞ্চালনায় সহায়তাপ্রাপ্তদের মধ্যে চেক তুলে দেন এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।
ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর বলেন, ট্রাস্টের পক্ষ হতে আজকের এ সহায়তা প্রদান দরবারের পক্ষ হতে দোয়া এবং দয়া হিসেবে বিবেচনা করতে হবে। তিনি আশা প্রকাশ করেন সহায়তাপ্রাপ্তরা তাদের এ অর্থ উপযুক্ত খাতে ব্যয় করবেন। সহায়তাপ্রাপ্ত আসমা সোলতানা তার অভিব্যক্তিতে বলেন, ট্রাস্ট শুধু আজকে তার ক্যান্সার চিকিৎসায় সহায়তা দিয়ে এগিয়ে আসেনি গত কয়েক বছর ধরে তার মতো বিশেষ চাহিদা সম্পন্ন মেধাবী শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করে শিক্ষা জীবনকে আলোকিত করেছে। আজকের ট্রাস্টের এই অনুদান দরবারের পক্ষ থেকে তার্ব্রাুকাত হিসেবে মনে করেন।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে ২ জন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি, ১জন হার্নিয়া অপারেশন, ১জন ব্রেইন টিউমার, ১জন দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি ও ১জন ১০ বছরের ছোট শিশুর হার্ট সার্জারি সহ মোট ৬জনকে আর্থিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।