NEWS DEX আমরা গভীর শোক ও দু:খের সাথে জানাচ্ছি যে,
দৈনিক খবর সকাল বিকাল এর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম এর বোন মোছাঃ সুরাইয়া আক্তার লিপি গতকাল রাত ৯ ঘটিকার সময় ষ্ট্রোক জনিত কারণে ইন্তেকাল ফরমাইয়াছেন ৷ ইন্নালিল্লাহী অ ইন্না ইলাইহী রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ২৮ বছর ৷ তাঁর পারিবারীক সূত্রে জানাযায় অসুস্থ্য অনুভব করার সাথে সাথে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট সরকারী হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করা হয় ৷ ধিরে ধিরে অবস্থার অবনতি হয়ে অদ্য সকাল ৯ টা ৩০ মিনিটে এ পৃথিবীর মায়া ছেড়ে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে যান না ফেরার দেশে। তিনি এক ছেলে , এক মেয়ে ‘ বাবা-মা, ভাই বোন -স্বামী- শশুর-শাশুড়ী – আত্মীয় সজনসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন ৷
সূত্রে জানাযায় অদ্য বিকেল ৫ ঘটিকার সময় তাঁর নিজ গ্রামের বাড়ী মোড়েলগঞ্জ চন্ডিপুর শেখ বাড়ি ৫নং ওয়ার্ড পারিবারিক কবর স্হানে দাফন কার্য সম্পন্ন হবে ৷
মরহুমার মৃত্যুতে আমরা দৈনিক খবর সকাল বিকাল পরিবারের পক্ষে গভীরভাবে সমবেদনা জ্ঞাপন ও শোকাহত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।আল্লাহ্ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাঁর পরিবারকে তাঁর মৃত্যুর ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার সামর্থ করুন। সুম্মা আমীন।