রাসেল শেখ, নিজস্ব প্রতিনিধি :
বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামে গত ২৯ শে জানুয়ারি ২০২৫ তারিখ দুপুর ১টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মোড়েলগঞ্জউপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল ইসলাম এর সভাপতিিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল ইসলাম বাল্যবিবাহ রোধ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়নের ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার গৌতম কুমার বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার, তথ্য সেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বগত) শিপুল আক্তার, বনগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ: জব্বার মোল্লা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।