1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
পাবনায় জামায়াতের অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে পাহাড়তলী অঞ্চল হকার্স শ্রমিকদলের আলোচনা সভা ও সদস্য কার্ড বিতরণ শহীদ মিনারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপি নেতার হামলার শিকার সাংবাদিক ঝিনাইদহে বসন্ত বরণ উপলক্ষে জমজমাট পিঠা উৎসব নড়াইলে শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন এসপি কাজী এহসানুল কবীর মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন শেরপুর পুলিশ সুপার কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক একুশের চেতনায় উজ্জীবিত হয়ে ২৪ এর অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে অমর একুশে ফেব্রুয়ারি সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জলঢাকা গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক (আব্দুল মতিন স্বাধীন)

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

‎মো: মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
‎তারিখ: ৩০/০১/২০২৫ ইং

‎সিরাজগঞ্জের  শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থীরা চরম ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত বগুড়া-নগরবাড়ী মহাসড়ক সংলগ্ন একাডেমিক ভবন -৩ এর সামনে এসব কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা জানায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যর্থ প্রশাসন ৮ বছরেও কোন ফলপ্রসূ কার্যক্রম দেখাতে পারেনি স্থায়ী ক্যাম্পাস নির্মাণে। সরকারকেও যৌক্তিক সময় দেয়া হলেও কোন সুরাহা মেলেনি। সাধারন শিক্ষার্থীদের নিজেদের টাকায় ভাড়া বাসাবাড়িতে থেকে পকেটের টাকায় খাওয়া দাওয়া করতে হচ্ছে। ৮ বছর পরে গতকাল ২৯ জানুয়ারি বুধবার শিক্ষা মন্ত্রনালয় থেকে ডিপিপি অনুমোদন করে অর্থ মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে । আগামী ১০ ফ্রেব্রুয়ারির মধ্যে এ থেকে স্থায়ী ক্যাম্পাসের বিষয়টি চুড়ান্ত ফয়সালা না আসলে সটিবালয় ঘেরাওসহ কঠোর লাগাতার আন্দোলনে যাবার আল্টিমেটাম দেয়া হচ্ছে সাধারন শিক্ষার্থীদের পক্ষ থেকে।’

‎রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ তাইবুর রহমান বলেন, ‘অনেক আশা নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও বাস্তবে কিছুই পাচ্ছি না! লাইব্রেরি, আবাসন ও শিক্ষার মুক্তচর্চার সুযোগ মিলছে না। নিজস্ব অর্থ খরচ করে মেসে ভাড়া থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে যা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সাধারন শিক্ষার্থীদের জন্য অন্যন্ত বেদনাদায়ক বটে।’

‎রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মোছাঃ আয়েশা ইয়াসমিন বলেন, ‘ অনেক কিছুই শুনে ভর্তি হয়েছিলাম। এসে দেখি ৩টা ভবন, তাও ভাড়া করা। ১টা লাইব্রেরি থাকলেও দুরত্ব অনেক দূরে। ২০ টাকা করে ৪০ টাকা রিক্সা ভাড়া দিয়ে লাইব্রেরিতে যাতায়াত করতে হয়। ভাড়া বাসায় থেকে নিজেদের টাকায় রান্না করে খেতে হয়।

‎রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা অনার্স পরীক্ষার্থী নওশীন মায়েশা বলেন, ‘গত ৮ বছরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১টি ইটও বসানো হয়নি। প্রায় ১২’শ শিক্ষার্থীদের জন্য মাত্র ৩৩ আসন বিশিষ্ট ১ হল রয়েছে। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য যে সকল সুযোগ সুবিধা রাখা উচিত তা দীর্ঘ সময়েও নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের নিজেদের টাকা খরচ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষগ্রহণ কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। এ থেকে পরিত্রাণে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি চালিয়ে যাবো যতদিন সঠিক ফয়সালা না হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি