শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ শিক্ষাক্ষেত্রে সব ধরনের বৈষম্য দূরীকরণের দাবিতে জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোটের চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ।
১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, গত ১২ ফেব্রুয়ারি থেকে জাতীয়করণের লক্ষ্যে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোটের যৌক্তিক সব দাবির প্রতি সমর্থন জানানো হয়েছে।
বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তানজিম হোসাইন বলেন, “আমি আগেও বলেছি, এখনো বলছি—শিক্ষকদের অধিকার আদায়ের যে কোনো আন্দোলনে আমরা সব সময় পাশে আছি। শিক্ষায় বৈষম্য দূরীকরণে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের সাথে সম্পূর্ণভাবে একাত্মতা পোষণ করছি।”
সংগঠনের পক্ষ থেকে সদস্যদের নিজ নিজ অবস্থান থেকে আন্দোলনে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সমন্বয়ক মো. শহীদুল্লাহসহ আরও পাঁচজন সমন্বয়কের স্বাক্ষর রয়েছে। তারা দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
এই আন্দোলনের মাধ্যমে শিক্ষায় বৈষম্য দূরীকরণ ও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।