কামরুল ইসলাম
গণতন্ত্রের মানুসপুত্র বিএনপি'র প্রতিষ্ঠাতাদের অন্যতম কালজয়ী জনপ্রিয় জননেতা " মশিয়ূর রহমান যাদু মিয়ার ৪৬ তম মৃত্যুবার্ষিকী উৎযাপন কমিটি" কর্তৃক আয়োজিত আজকের ১১মাচ''২৫ ইং তারিখে " আলোচনা সভার "
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন - বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী জনাব বরকত উল্লাহ বুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু , চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব তকদির হোসেন জসিম, , যাদু মিয়ার কন্যা ভাসানী স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক জনাবা ন্যান্সির রহমান, মশিউর রহমান যাদু মিয়ার সুযোগ্য পুত্র জনাব তারিকুল গনি,, তাহার নাতী ডক্টর জইবুর রহমান , ব্যারিস্টার মাজি'য়া কবির , ব্যারিস্টার রিয়াজউদ্দিন, ।
সভাপতিত্ব করেন: ভাসানী স্মৃতি সংসদ ও উদযাপন কমিটির সভাপতি জনাব জিয়াউল হক মিলু,( মিলু হক) ।
সঞ্চালনা করেন ভাসানী স্মৃতি সংসদের যুগ্মসাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক জননেতা জনাব নাদিম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ভাসানী অনুসারী লোকমান হোসেন ফকির, কৃষক দল নেতা মোহাম্মদ সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন,, পল্টন বিএনপি নেতা ও ভাসানী অনুসারী মো টিটূ ,ফিরোজ আলম, হেলাল মন্ডল, এরশাদ, মুক্তার , জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতা ও ভাসানী - যাদু মিয়ার অনুসারী
আব্দুস সালাম ভূঁইয়া,, গিয়াস উদ্দিন প্রধান, কুতুব - ই - জাহান, রেদওয়ান হোসেন সম্রাট, মনির মাস্টার, মাহবুব বেপারী, শারাফুউদ্দিন আহমেদ, জামাল হোসেন, কাদের সিদ্দিকী, ইঞ্জিনিয়ার আমিন, রফিক ভাসানী, , শরিফুর রহমান রিপন, মাসুদুর রহমান মাসুদ,নুরুল আমিন নয়ন, মো সেলিম , মুক্তা, সালাম বেপারী, জিয়াউল আহসান, ফসিউল আলম জুয়েল, টিপু সুলতান,আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান, আব্দুল হাই , হাবিব,, আক্তার হোসেন, সাখাওয়াত হোসেন, মিলন হাওলাদার, বশির আহমেদ, হালিম বেপারী, উম্মে কুলসুম লাকি, লিমা আক্তার, রাশেদ চৌধুরী, কামাল পাশা, সাংবাদিক পারভীন আক্তার , সাংবাদিক আরিফুর রহমান, নুরুজ্জামান, মঞ্জুর, জাবেদুর, আনোয়ার, শিহাব, আতিকুর, সজল, এরশাদ ,ইদ্রিস, আব্দুল বাতেন, আমানুল্লাহ, ইকবাল শেখ ইকবাল গাজী, নাহিদ পারভেজ, জুলহাস, শান্ত, খোকন আহমেদ, মফি ফরাজী, জহির, ডা কামাল , ডা কালাম, মিজান , আমজাদ,প্রমুখ উপস্থিত ছিলেন।