মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ: ১৪/০৩/২০২৫ ইং
আছিয়া ছিল ফুটফুটে ফুল,
হাসিতে ভরা মুখের আকুল।
খেলতো সে মায়ের কোলে,
স্বপ্ন গাঁথতো রঙিন দোলে।
কে যেন এল অন্ধকারে,
নিলো তাকে নৃশংস করে।
নিরীহ প্রাণ, তবু কেন?
এ কেমন পশুত্ব—বলে দে না!
চিৎকার থেমে গেছে আজ,
আকাশ কাঁদে, নীরব সাজ।
আছিয়া আর ফিরবে না,
অন্যায় কী, বোঝবে না!
এই পৃথিবী কি চুপ থাকবে?
ন্যায়বিচার কি জাগবে না?
আছিয়ার চোখ আজও খোঁজে—
আলো কি একদিন জ্বলবে না?