ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
বাংলাদেশে ঈদ কবে? চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের অপেক্ষা
সৌদি আরবে আজ শনিবার (২৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। চাঁদ দেখার খবর নিশ্চিত করেছে সৌদি সুপ্রিম কোর্ট।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। তবে, ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর। আগামীকাল রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পরই নিশ্চিত হবে বাংলাদেশে ঈদুল ফিতর কবে উদযাপিত হবে।
বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশের আকাশে আগামীকাল শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি চাঁদ দেখা যায়, তবে বাংলাদেশে ঈদ হবে সোমবার (৩১ মার্চ)।
এ বিষয়ে সর্বশেষ আপডেটের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার দিকে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।