বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
গতরাত(৬ই এপ্রিল) রোজঃ-রবিবার
মৌলভীবাজার শহরের পৌরসভার সামনে এক ফুচকার দোকানে মৌলভীবাজার জেলা বারের আইনজীবী শহরের খিদুর রোডের বাসিন্দা এডভোকেট সুজন মিয়াকে কিশোর গ্যাং এর কয়েকজন স্টেপিং করে পালিয়ে যায়,স্থানীয়রা চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার কিছুক্ষন পর কর্তব্যরত ডাক্তার উনাকে মৃর্তো নিশ্চিত করেন।
এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির আওতায় নিয়ে ফাঁসির কাষ্টে নেওয়ার দাবি জানাচ্ছেন, সকল মহল।