মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠন। তাদের এসব কর্মসূচিতে যোগ দিয়ে একাত্মতা জানিয়েছে নানান শ্রেণিপেশার মানুষ।আজ সোমবার (৭ এপ্রিল) বাদ আসর জগন্নাথপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মিছিলটি স্থানীয় পৌর পয়েন্টে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
এ সময় তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার,বিক্ষোভকারীরা ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দিচ্ছিলেন। জগন্নাথপুর পৌর জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, যুগ্ম সম্পাদক মাওলানা সৈয়দ রশিদ আহমেদ, সহ সাধারন সম্পাদক মাওলানা আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান জুয়েল, হাফিজ শাহীন আহমদ, হাফিজ মাওলানা সাঈদ আহমদ, কে এম ফয়েজ আহমেদ, মাওলানা আমিনুল ইসলাম রাজু, মাওলানা মাহিদুল ইসলাম,মাওলানা হাফিজ আমিরুল ইসলাম, মাওলানা সৈয়দ হাবিব সালেহনমাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা রুহুল ইসলাম, মুফতি নুরুল আমিন, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা হাফিজ রাইয়্যান আহমেদ, জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালী, ইয়াং স্টার সভাপতি রুহুল আনিন, জগন্নাথপুর সরকারী ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, ছাত্রনেতা রেদওয়ান হোসেন প্রমূখ। এসময় দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, বাংলাদেশ খবর প্রতিদিন জগন্নাথপুর প্রতিনিধি ও জগন্নাথপুর সাংবাদিক ফোরামের কার্যকরি সদস্য মোঃ মুকিম উদ্দিন সহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণী-পেশার ৫ শতাধিক তৌহিদি জনতা প্রতিবাদ সভায় অংশ নেন।
বক্তারা বলেন,আমরা দেখছি সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত। আমরা মুসলিমদের একত্র হতে হবে। আমাদের মুসলিম দেশগুলোকে জাগাতে হবে। এখন ফিলিস্তিনের ওপর হামলা হত্যা চলছে, কিছুদিন পর দেখবেন আপনাদের ওপর হামলা হবে। এরপর সৌদি,আমাদের সরকারের প্রতি আহ্বান, বাংলাদেশ থেকে ইসরায়েলি গণহত্যার আনুষ্ঠানিক প্রতিবাদ করতে হবে। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে ইসায়েলি সব পণ্য বর্জন করবো