শেরপুর প্রতিনিধি।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মো. শাকিল মিয়া নামে এক টিউবওয়েল মিস্ত্রিকে বাসায় গভীর নলকূপ স্থাপনের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে ওই মেয়েটির বাবা মো. আনোয়ার হোসেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বন্দভাটপাড়া (আহম্মদ নগর) এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে। অভিযুক্ত শাকিল মিয়া খৈলকুড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। শাকিল জানায়, ঘটনার দিন আনোয়ার হোসেন বাসায় ডেকে নিয়ে ঘরে বসতে দিয়ে অন্য জায়গায় ওঁতপেতে থাকে। পরে আনোয়ার হোসেনের কন্যা ঘরে প্রবেশ করলে বাহির দিয়ে আনোয়ার হোসেন শিকল আটকিয়ে দেয়। এক পর্যায়ে ডাক চিৎকারে দরজার শিকল খুলে দেয় এবং আনোয়ার হোসেন বলে আমার মেয়েকে তুমি ধর্ষণ করেছ। বিষয়টি ২-৩ দিন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মীমাংসার চেষ্টা করলেও আনোয়ার হোসেন অনেক টাকা দাবি করে। এতে শাকিলের পক্ষে টাকা দেওয়া সম্ভব না। এক পর্যায়ে থানায় মামলা দেয় আনোয়ার হোসেন। মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন শাকিল। ঝিনাইগাতী থানার মামলা নং- ৩, তারিখ- ০৮/১০/২০২৪। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল শেরপুর এর মামলা নং- ৩৩৮/২০২৪।একাবাসি বলেন মেয়ের বাবা আনোয়ার হোসেনের বিরুদ্ধে এমন অভিযোগ আরও রয়েছে মানুষ কে ফাঁসিয়ে টাকা দাবি করেন সে।