মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম কলাউজান শাহ মজিদিয়া উচ্চ বিদ্যালয়-এ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোআ ও বিদায় অনুষ্ঠান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
৮ এপ্রিল সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)-এর অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হারুনুর রশীদ।
গেস্ট অব অনার ছিলেন আইডিইবি’র যুগ্ম আহ্বায়ক ও এফডিইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ ইসলাম সওদাগর, সাংবাদিক আবুল কালাম আজাদ, মুহাম্মদ হারুনুর রশিদ, বিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুল গফুর কোম্পানি ও দিদারুল আলম, মাওলানা নুরুচ্ছাফা জিহাদী, জাবেরুল হক, হেফাজত উল্লাহসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। অতিথিরা তাদের বক্তব্যে পরীক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।