1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বিএমএসএফের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শেরপুরে বিআরটিএ অফিসে দুদকের অভিযান ডোমার মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত তথ্য অধিকার আইন লঙ্ঘন: সাঘাটার খাদ্য নিয়ন্ত্রক তথ্য না দেওয়ায় সাংবাদিকদের প্রশ্ন বিস্ফোরণ মামলায় বোদা উপজেলা ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার এঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে! দেবীগঞ্জে উপজেলায় সড়কে দুই কিশোর ট্রাকচাপায় মর্মান্তিক মৃত্যু শিক্ষকদের অধিকার আদায়ে দরকার আত্মমর্যাদা ও রাজনৈতিক নিরপেক্ষতা ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলামিক দেশগুলোতেই কেন শান্তিহীনতা নড়াইলের লোহাগড়ায় বিলের মধ্যে থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন লাকসামের কৃতী সন্তান এড.বদিউল আলম সুজন

বিএমএসএফের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি ঃ মোঃ আনোয়ার হোসেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) পটুয়াখালী জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ এপ্রিল ) আমাদের পটুয়াখালী পত্রিকার হলরুমে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, “দেশের প্রান্তিক ও মফস্বল সাংবাদিকদের অধিকার রক্ষায় বিএমএসএফ বরাবরই সোচ্চার ভূমিকা রেখে আসছে। সংগঠনের জেলা পর্যায়ের কার্যক্রম আরও জোরদার করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর প্রবীণ সাংবাদিক ও দ্যা ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সোহরাব হোসেন, প্রথম আলো’র জেলা প্রতিনিধি বিলাস দাস, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য জামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি এম কে রানা, নিউজ টুয়েন্টিফোর টিভির জেলা প্রতিনিধি সিকদার জোবায়ের হোসেন, এখন টিভির জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়ুন কবির, নাগরিক টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম সুমন, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি সুনান বিন মাহবুব, দৈনিক নিরপেক্ষ’র জেলা প্রতিনিধি রেজাউল করিম সুমন, বার্তা ২৪-এর জেলা প্রতিনিধি আল-আমিন, দৈনিক স্বাধীন মত-এর জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম, রাজধানী টিভির তুহিন শরীফ এবং ঢাকা ক্যানভাসের জেলা প্রতিনিধি আসাদুল্লাহ হাসান মূসা।

সভায় বক্তারা বলেন, মফস্বলে কর্মরত সাংবাদিকরা নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করা প্রয়োজন।

আগামী ১-৭ মে ৯ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন করতে দেশের সকল সাংবাদিক সংগঠন, গণমাধ্যম এবং সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএসএফ পটুয়াখালী জেলা শাখার সাবেক সহ-সভাপতি ও দৈনিক আজকের বার্তার দুমকি প্রতিনিধি আমির হোসেন।
সভা সঞ্চালনা করেন সময় টেলিভিশনেরর স্টাফ রিপোর্টার সিকদার জাবির হোসেন।

সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন জেলা কমিটি গঠনের লক্ষ্যে ৫ সদস্যের উপ-কমিটি গঠন করা হয়। আগামী ৭দিনের মধ্যে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে এ কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি