কুতুব উদ্দিন মোল্লা, জয়নগর
হনুমানের তান্ডবে অতিষ্ট গোটা গ্রাম। ভয়ে সিঁটিয়ে রয়েছে মানুষজন।ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন।ঘরের বাইরে পা রাখার আগেই হাতে নিচ্ছেন লাঠি।এযাবৎ আক্রান্ত হয়েছেন সাত জন।গ্রামের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ঘটনাস্থল সুন্দরবনের বাসন্তী ব্লকের হোগল নদীর তীরে অবস্থিত হাড়ভাঙ্গী ও ছড়ানেখালি গ্রাম।বিগত প্রায় একমাস আগে পূর্ণবয়স্ক এক হনুমান গ্রামে হাজীর হয়েছিল।দলছুট হনুমানটি ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে ওঠে।গ্রামের মধ্যে শুরু করে তান্ডব।গৃহপালিত পশু থেকে শুরু করে সাধারণ মানুষ দেখতে পেলে কামড় দেওয়ার জন্য দৌড়ে যায়। হনুমানের তান্ডবে সাধারণ মানুষ বাইরে বের হতে ভয় পাচ্ছেন।হনুমানের আক্রমণে এযাবৎ দুটি পাড়ায় আক্রান্ত হয়েছেন কাজল অধিকারী,জগাই রাউত,তোতন রাউত,অশোক প্রধান,হরিসাধন অধিকারী,তপন বৈরাগী সহ অন্যান্যরা।প্রতিষেধক নেওয়ার জন্য ছুটতে হচ্ছে হাসপাতালে। এছাড়াও ১০/১২ টি কুকুর হনুমানের কামড় ও আঁচড়ে আক্রান্ত হয়েছে। পাশাপাশি কুকুরে কামড়ে জখম হয়েছে হনুমানও। কুকুরের কামড় দেওয়ার পর থেকেই আরো বেশী হিংসাত্মক হয়ে উঠেছে দলছুট হনুমানটি।গ্রামবাসীদের দাবী বনদফতরের লোকজন যদি হনুমানটি উদ্ধার করে নিয়ে যায় তাহলে ভালো হয়। চিকিৎসা পরিষেবাও মিলবে।যেহেতু কুকুর কামড় দিয়েছে, সেহেতু জলাত্মঙ্কে আক্রান্ত হতে পারে হনুমান। সেক্ষেত্রে আরো বেশী তান্ডব শুরু হবে আক্রান্ত হবে অসংখ্য মানুষ।