মুন্সিগঞ্জ প্রতিনিধি – মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই হাজী মনির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির কে হচ্ছেন সভাপতি।
শিলই হাজী মনির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটি সভাপতি হিসেবে অনেকের নামে শোনা যাচ্ছে তাঁরা হলেন, শিলই ইউনিয়নের বিএনপির সভাপতি সেকান্দার বাদশা ও শিলই ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি সাইদ বেপারী ও শিলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ্ সালাউদ্দিন ফারুক ও শিলই ইউনিয়নের নির্বাহী সদস্য বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জাকির হোসেন জমাদার ও শিলই হাজী মনির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সাবেক থাকাকালীন মহিউদ্দিন আল মামুন।
এছাড়াও এলাকাবাসী অনুসন্ধানে দেখা যায় সমালোচনার ঝড় উঠেছে চায়ের দোকান থেকে শুরু করে আলোচনার জনসম্মুখে।
মুন্সীগঞ্জ – ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের ভাই মহিউদ্দিন আহমেদ সদস্য সচিব তিনি বলেন, শিলই হাজী মনির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের কমিটির বিষয়ে আমার কাছে কিছু লোকজন এসেছিলো তবে সরকারি স্কুলের বিষয়টি দেখার ডিসি ইউএনওদের অবগত রয়েছে।