মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম, ১১ এপ্রিল:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় একটি সিএনজি অটোরিক্সা দুমড়ে-মুচড়ে গেছে। আজ দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারসা পরিবহনের দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সাটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে লোকজন জড়ো হয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনা তদন্ত শুরু করেছে।
স্থানীয়রা জানান, মহাসড়কে অতিরিক্ত গতিসহ বেপরোয়া চালনার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তারা দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।