কুতুব উদ্দিন মোল্লা,জয়নগর
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে উত্তর ২৪ পরগনার মালঞ্চ বাজার পর্যন্ত রাস্তার পাশে থাকা অসহায় ভবঘুরে মানুষদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করল ভাঙড় মানব কল্যাণ সমিতি। বৃহস্পতিবার সমিতির পক্ষ থেকে চলছিল ভবঘুরে, অসহায় মানুষদের পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন পোশাক পরানো ও খাবার দেওয়ার কাজ। ঠিক সেই সময় মালঞ্চ বাজারের রাস্তার পাশে মাটিতে নোংরা অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক বৃদ্ধ ব্যক্তিকে, যিনি চলাফেরাও করতে পারছিলেন না।
বিষয়টি নজরে আসতেই সংগঠনের সম্পাদক ইয়ামুদ্দিন সাহাজী ও তাঁর সহকর্মীরা তৎপর হয়ে ওঠেন। তাঁরা ওই বৃদ্ধকে পানি দিয়ে স্নান করিয়ে পরিষ্কার করেন, নতুন পোশাক পরিয়ে তাকে খাবার দেন। পরে, বৃদ্ধের সঙ্গে কথা বলে তার পরিচয় জানা যায়—তিনি উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার জেলিয়াখালি এলাকার বাসিন্দা বিষ্ট মন্ডল, তবে বর্তমানে থাকতেন ভাঙড়ের পোলেরহাট মন্ডলপাড়া গ্রামে।
এরপর বৃদ্ধকে গাড়িতে করে মালঞ্চ থেকে পোলেরহাট মন্ডলপাড়ায় নিয়ে আসা হয় এবং তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারকে জানানো হয়, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সে দিকে নজর রাখতে হবে। প্রয়োজনে সমিতি আবার পাশে দাঁড়াবে বলেও আশ্বাস দেওয়া হয়।
ভাঙড় মানব কল্যাণ সমিতির এই মানবিক উদ্যোগ স্থানীয় মানুষদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিয়ে আবারও নজির গড়ল ইয়ামুদ্দিন সাহাজী ও তাঁর দল।