মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে জগন্নাথপুরের কলকলিয়া বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন কলকলিয়া ইমাম মুয়াজ্জিন পরিষদ। শুক্রবার (১১ এপ্রিল) কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে কলকলিয়া বাজার শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জগন্নাথপুর-পাগলা আঞ্চলিক মহাসড়কে শাহজালাল মহাবিদ্যালয় এর সামনে প্রতিবাদ সভায় মিলিত হন।
এ সময় বিক্ষোভকারীগন ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, হাবিলুনা কাবিলুনা, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘উহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সভায় ইমাম মোয়াজ্জিন কল্যান পরিষদ এর সভাপতি ও বালিকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতলিব লতিফী এর সভাপতিত্বে অত্র পরিষদের সাধারণ সম্পাদক ও মোল্লারগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান নোমানীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন ইমাম মুয়াজ্জিন কল্যান পরিষদ এর কোষাধ্যক্ষ মাওলানা সুহেল আহমদ।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এম সাদিকুর রহমান নান্নু, মাওলানা নুর আহমদ, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট শাহজাহান মাহমুদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন ইমাম মুয়াজ্জিন কল্যান পরিষদের সহ সভাপতি মাওলানা শামীম আহমদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা এখলাছুর রহমান, মাওলানা তরিকুল ইসলাম, হাফিজ মোঃ নুরুজ্জামান, হাফিজ মোস্তাক আহমদ, মাওলানা রোমান হোসেন, মাওলানা আব্দুল জলিল জালালি, মাওলানা খোরশেদ আলম, মাওলানা রফিকুল ইসলাম বিপ্লবী, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা সোহাইল ও কলকলিয়া ইউনিয়ন ইমাম মুয়াজ্জিন কল্যান পরিষদ এর প্রচার সম্পাদক হাফিজ মোঃ মাহবুব হোসেন প্রমুখ। বিশেষ মোনাজাত পরিচালনা করেন, শ্রীধরপাশা সেন্ট্রাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমদ।
প্রতিবাদ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জাহিদুল হক
সভায় বক্তারা বলেন, ‘আমরা দেখছি সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত। ফিলিস্তিন ও রাফায় মুসলমানদের ওপর নির্যাতন করা হচ্ছে। এখন গাজার যে অবস্থা এ সময় জিহাদ ছাড়া উপায় নেই।আমাদের এখন বক্তব্য দেওয়ার সময় নয়। আমরা মুসলিমদের একত্রিত হতে হবে। আমাদের মুসলিম দেশগুলোকে জাগাতে হবে। এখন ফিলিস্তিনের ওপর হামলা হত্যা চলছে, কিছুদিন পর অন্য রাষ্ট্রে হামলা হবে। ফিলিস্তিনের গাজায় আমাদের ভাইয়েরা-বোনেরা আজ মারা যাচ্ছে কিন্তু আমাদের মুসলমানরা বদর আর উহুদের শিক্ষাকে ভুলে যাওয়ার কারনে কিছুই করতে পারছে না। আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি সহমর্মিতা জানিয়ে সংহতি সমাবেশ করছি। আমাদের সরকারের প্রতি আহ্বান, বাংলাদেশ থেকে গণহত্যার আনুষ্ঠানিক প্রতিবাদ করতে হবে। আজকের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ থেকে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে ইসরায়েলী সকল পণ্য বর্জন করবো। সভায় বক্তারা ফিলিস্তিনের জনগণের উপর হামলাকারীদের ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য মুসলিম দেশগুলোর রাষ্ট্র প্রধানদের কাছে দাবি জানান।