নিজস্ব প্রতিবেদকঃ সাভারে মাদকের ছড়াছড়ি বৃদ্ধি পাওয়ায় বিপথে চলে যাচ্ছে উঠতি বয়সি যুবক ও তরুনেরা। যে কারনে অহরহ মারমারি, ছিনতাই, ডাকাতি ও হত্যাকান্ডের ঘটনা ঘটায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে। এই অবস্থা থেকে উত্তরনের লক্ষ্যে এবং সমাজে শৃঙ্খলা ফিরিয়ে সাভারে মাদক ব্যবসায়ীদের হুশিয়ারি করতে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে এলাকার সচেতন নাগরিকেরা।
শুক্রবার জুম্মার নামাজ শেষে সাভারের মাদক পল্লী খ্যাত বেঁদে পাড়ায় সচেতন বেঁদে পরিবারের পক্ষ থেকে সন্ত্রাস ও মাদক বিরোধী বিক্ষোভ মিছিল করা হয়েছে। বেঁদে পল্লীর পোড়াবাড়ি তিন রাস্তার মোড় থেকে শুরু হয়ে নামাবাজার বাঁশ পট্টি ঘুরে একই স্থানে শেষ হয়। বিক্ষোভ মিছিল থেকে হ্যান্ড মাইকে মাদক ব্যবসায়ীদেরকে মাদক বিক্রী ছেড়ে ভালো হয়ে যাওয়ার অনুরোধ করা হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে মাসুদ হাসান খোকন বলেন, বেঁদে পল্লীতে বেঁদেরা ছাড়াও বহিরাগত মাদকের ডিলাররা মাদক বিক্রী করে। সমাজ রক্ষার তাগিতে আমরা এলাকার মাদবরদের নিয়ে মিটিং করে মাদকমুক্ত বেঁদেপল্লী করার সিদ্ধান্ত নিয়েছি। মাদক ব্যবাসয়ী যেই হোক তাদেরকে ধরে আমরা আইনের কাছে সোপর্দ করবো।
বয়োবৃদ্ধ লস্কর মাদবর বলেন, আমাদের পোড়াবাড়ি, কাঞ্চনপুর, অমরপুর ও বক্তারপুর এলাকায় মেয়েছেলেসহ অনেকেই মাদকের ব্যবসা করেন। আমরা সবই জানি এবং দেখি। সমাজকে রক্ষার জন্য আপনারা মাদক বিক্রী ছেড়ে দেন, না হলে আমরা প্রশাসনের সহায়তায় আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
আয়োজিত মাদক ও সন্ত্রাস বিরোধি বিক্ষোভ মিছিলে এলাকার দুই শতাধিক লোক অংশগ্রহন করেন।