মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮ টায় চুয়াডাঙ্গা চাঁদমারি মাঠ প্রাঙ্গন হতে বর্ণাঢ্য আয়োজনে সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা মুক্তমঞ্চে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা শেষে জেলা মুক্তমঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিবৃন্দ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে (১৪-১৬ এপ্রিল ২০২৫) বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন। উক্ত আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা,চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদ।
চুয়াডাঙ্গায় বর্ষবরণ উৎসবকে নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। যেকোন অপ্রীতিকর ঘটনাকে এড়াতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক সাদা পোশাকের পুলিশ, ডিবি নিয়োজিত ছিল। যদি কেউ কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালায় তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে নারীদের ইভটিজিং রোধে পুরা শহরে নেয়া হয়েছে বিশেষ নজরদারি ও অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে সাইবার প্যাট্রোলিং জোরদার করা হয়েছে। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও কোমলমতি ছাত্রছাত্রীরা,সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ; বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি