জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরের পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে মারামারিতে দুলাল (৪৩) নামক ১জন মূখে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ পত্র সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বালিকান্দী (মোকামপাড়া) গ্রাম সংলগ্ন গুচ্ছ গ্রামের বাসিন্দা মৃত দুদু মিয়ার ছেলে দুলাল মিয়া ও একই গ্রামে কালা মিয়া(৬০) গংদের মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল ২৪শে এপ্রিল রোজ বৃহস্পতিবার দুপুর প্রায় সাড়ে ১২টার দিকে দুলাল মিয়া বসতবাড়ীর উত্তর পাশের রাস্তা দিয়ে ট্রলি নিয়ে ধান নেওয়ার সময় ট্রলি থামায় এবং এই রাস্তা দিয়ে ট্রলি চালানোর উপর বাধা-নিষেধ প্রধান করিলে দুলাল মিয়া ও কালা মিয়া পক্ষের লোকজন এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কালা মিয়া পক্ষের লোক বালিকান্দী মোকামপাড়া গ্রাম নিবাসী মৃত কনাই মিয়ার ছেলে আব্দুল কাদির (৫৫) স্ব-জোরে দুলাল মিয়ার মূখে ঘুষি মারলে দুলাল মিয়ার দাত নড়ে রক্তাক্ত আহত হন। আহত দুলাল মিয়া জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় দুলাল মিয়া বাদী হয়ে আব্দুল কাদির(৫৫) গংদের আসামী করে ২৪শে এপ্রিল বিকালে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে আহত দুলাল মিয়া বলেন, কালা মিয়া ও তার পরিবারের লোকজন ও আব্দুল কাদির খারাপ প্রকৃতির ধাঙ্গাবাজ লোক, কারণে অকারণে ধাঙ্গা প্রসাদে লিপ্ত থাকে।এই পরিবার এর সাথে বিভিন্ন বিসয়াদি নিয়ে আমার বিরোধ রয়েছে। ঘটনার সময় কালা মিয়ার পক্ষের লোকজন আমাকে ঘিল ঘুষি মারার পাশা-পাশি কালা মিয়া পক্ষের আব্দুল কাদির আমার মূখে ঘুষি মেরে দাত নড়িয়ে ফেলেছে। এ ব্যাপারে আমি জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আমি প্রশাসনের প্রতি সুবিচার প্রার্থনা করছি।