লেখক : মো: মোসলেম উদ্দিন সিরাজী
জন্ম তারিখ: ৩০/১২/২০০৮ খ্রি:
জন্ম স্থান : সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা গাঁড়াদাহ দক্ষিণ পাড়া
মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ: ২৯/০৪/২০২৫ ইং
রাখাল ছেলে! রাখাল ছেলে! বারেক ফিরে চাও, বাঁকা গাঁয়ের পথটি বেয়ে কোথায় চলে যাও?
ওই যে দেখ নীল-নোয়ান সবুজ ঘেরা গাঁ, কলার পাতা দোলায় চামর শিশির ধোয়ায় পা, সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া, সাঁঝ আকাশের ছড়িয়ে পড়া আবীর রঙে নাওয়া, সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা-সেথায় যাব, ও ভাই, এবার আমায় ছাড় না।
রাখাল ছেলে। রাখাল ছেলে! আবার কোথায় যাও, পুব আকাশে ছাড়ল সবে রঙিন মেঘের নাও।