1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
আশাশুনিতে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
সোমবার, ২৬ মে ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

আশাশুনিতে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

 

এস,এম মোস্তাফিজুর রহমান।। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় আশাশুনি ব্রীজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের শত শত নেতাকর্মী ও সাধারণ শ্রমজীবী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন-শ্রমিকদের ঘামে দেশের অর্থনীতি সচল থাকে,অথচ তারাই আজ সবচেয়ে বেশি অবহেলিত। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নেই শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত করা সম্ভব। বিশেষ অতিথির বক্তব্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাওলানা আবু বক্কার সিদ্দিক বলেন বাংলাদেশের শ্রম আইনে শ্রমিকদের লভ্যাংশ পাওয়ার অধিকার আছে। কিন্তু বাস্তবে অধিকাংশ শ্রমিক তা থেকে বঞ্চিত। নিরাপত্তাহীনতা, অল্প পারিশ্রমিক এবং অতিরিক্ত কাজের বোঝা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আরো বক্তব্য রাখেন উপজেলা উপদেষ্টা আবু মুছা তারিকুজ্জামান তুষার,মাওলানা নুরুল আবছার মুর্তাজা,শাহ অহিদুজ্জামান শাহিন,এ্যাড.শহিদুল ইসলাম,বোরহান উদ্দীন,প্রেস ক্লাব সভাপতি জি এম আল-ফারুক, সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান,শাহিনুল ইসলাম,মেম্বর আঃ রউফ,পভাষক দিপ্র কুমার মন্ডল প্রমুখ। এ সময় মাওঃ আনয়ারুল হক,ডাঃ রোকনুজ্জামান,এবিএম আলমগীর পিন্টু উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলা সভাপতি প্রভাষক শাহাজান এবং সঞ্চালনা করেন সহ সভাপতি মাছুম বিল্লা খান। অনুষ্ঠানে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি