রাসেল শেখ :
বাগেরহাট জেলা প্রতিনিধি :
বাগেরহাট পৌরসভার রাস্তা-ঘাটের বেহাল অবস্থা দীর্ঘদিনের। বিগত আওয়ামী লীগ সরকার মুখে অনেক উন্নয়নের বুলি শুনালেও কার্যত কোন উন্নয়ন বাগেরহাট পৌরসভার রাস্তা-ঘাটে হয়নি। বিগত বছরগুলোতে এখানে রাস্তাঘাটের উন্নয়নের নামে চলছে হরিলুট।
শুক্রবার (২ মে) বিকালে শহরের দশানী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে বাগেরহাটের শত শত মানুষের অংশগ্রহণে রাস্তার দ্রুত সংস্কার ও প্রকৌশলী রিজভীর অপসারণের দাবিতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এবং বর্তমান আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান তার বক্তৃতায় বলেন, পৌরসভার সাবেক মেয়র খান হাবিবুর রহমান ও অসাধু সহকারী প্রকৌশলী টি এম রেজাউল হক রিজভী কোটি কোটি টাকা উন্নয়নের নামে লুটপাট করেছে। ৫ আগস্ট এর পরে দুর্নীতির দায়ে সাবেক মেয়র পলাতক থাকলেও প্রকৌশলী রিজভী এখনো বহাল তবিয়তে পৌরসভায় পূর্বের ন্যায় অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাই তার অপসারণ খুবই জরুরি হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তার অবসরের দাবি জানান। এবং আগামী বর্ষের পূর্বে যত দ্রুত সম্ভব রাস্তাঘাটের সংস্কারের দাবি জানান।
এ সময় উপস্থিত অন্য বক্তারাও তার সাথে একই দাবি জানান। অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক দলের আহ্বায়ক আসাফুদৌল্লা জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, এস কে বদরুল আলম সহ বাগেরহাট পৌরসভার স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।