মোঃ জিহান বিশেষ প্রতিনিধি
ঢাকার অভিজাত এলাকা বসুন্ধরায় দীর্ঘ ১১ বছর ধরে একটি সংঘবদ্ধ নারীচক্র ভয়ঙ্কর এক অপরাধ কার্যক্রম চালিয়ে আসছিল। এই চক্রটি পুরুষদের ফাঁদে ফেলে গোপনে অশ্লীল ভিডিও ধারণ করত এবং পরবর্তীতে তা বিক্রি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল।
পুলিশ ইতোমধ্যে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়াও আরও একটি ঘটনায় বসুন্ধরার এক ফ্ল্যাটে কয়েকজন তরুণকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে আরও দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা শুধু ভয়ংকরই নয়, বরং সমাজ ও মানবতার জন্য বড় হুমকি।
ভুক্তভোগীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে— ভয় না পেয়ে মুখ খুলুন, আইনের সাহায্য নিন। সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।
এই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি — মৃত্যুদণ্ড দাবি করছেন অনেকেই।
আইনের শাসন প্রতিষ্ঠায় এমন অপরাধের বিরুদ্ধে দেশজুড়ে অভিযানের দাবি উঠেছে সর্বত্র।