মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার পলাতক আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২ মে) গাজীপুর থেকে র্যা ব-৩ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আওয়ামীলীগ নেতা আসামির নাম সইফ মিয়া (৩২)। সে মামলার ১০ নম্বর আসামি এবং পলাশবাড়ী থানার বুজরুক বিষ্ণুপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। রুবেল মিয়াকে সে তার হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়েছে।
জানা যায়, হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিল সইফ। প্রযুক্তির সহায়তায় র্যা ব-৩ এর একটি অভিযানিক দল শুক্রবার গাজীপুর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে আসামিকে পলাশবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পলাশবাড়ী থানার এসআই রাসেল (নিরস্ত্র) সইফকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা আসামিকে আনার জন্য ঢাকার উদ্দেশে রওনা হয়েছি, পথে আছি।
পলাশবাড়ীতে রুবেল হত্যা মামলার পলাতক আসামি রনি গ্রেফতার
এর আগে গত ১০ মার্চ আরেক পলাতক আসামি রনি মিয়া গাইবান্ধা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। সে এখন কারাগারে রয়েছে।
উল্লেখ্য, গত বছরের গত ১৮ জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পলাশবাড়ীর বোর্ড বাজার এলাকায় আতিয়ার রহমান ও মধু মিয়াসহ তার লোকজন রুবেল মিয়াকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ছোট ভাইয়ের স্ত্রী রেবা বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় ১৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আতিয়ার রহমানকে ১ নম্বর এবং মধু মিয়াকে ২ নম্বর আসামি করা হয়েছে।