1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ পালতি - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
রবিবার, ২৫ মে ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ পালতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ পালতি আজ বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেড ক্রিসেন্ট জেলা কার্যালয়ে সামনে এসে শেষ হয়।সেখানে ফিতা কেটে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামন। এ সময় রেড ক্রিসেন্ট সদস্যরা রক্ত দান করেন।মানবতার পাশে একসাথে এ প্রতিপদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে পালিত হলো বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস । জেলা প্রশাসন ও জেলা রেড ক্রিসেট ইউনিট এ দিবসটি পালন করে।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামন।অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেনসহ রেড ক্রিসেন্ট নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, প্রাকৃতিক দূয্যোগসহ বিভিন্ন দূর্ঘটনায় রেড ক্রিসেন্টের সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এমনকি রক্তদান কর্মসূচির মত মানবিক কাজ করে যাচ্ছে তারা। তবে রেড ক্রিসেন্টের সদস্যরা উন্নত প্রশিক্ষণ পেলে আরো বেশি ভূমিকা রাখতে পারবে। দেশ ও জনগনের কল্যানে কাজ করার আশা ব্যক্ত করেন বক্তারা।আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি