মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
তথ্য অধিকার আইন ২০০৯ এর সুস্পষ্ট বিধান অমান্য করে তথ্য প্রদান না করায় সাঘাটার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহাদ ইবনে সালামের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে সাংবাদিক মহল। জানা গেছে, গত ১৭ মার্চ ২০২৫ ইং তারিখে তাঁর নিকট তথ্য অধিকার আইনের আওতায় একটি লিখিত আবেদন করেন সাংবাদিক ইয়ামিন হাসান। কিন্তু আইন অনুযায়ী ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে তথ্য প্রদান বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও, নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো তথ্য প্রদান করা হয়নি তাকে।
তথ্য অধিকার আইন, ২০০৯ এর ৭(১) ধারা অনুযায়ী, চাওয়া তথ্য ২০ কার্যদিবসের মধ্যে সরবরাহ করতে হবে। বিশেষ পরিস্থিতিতে ১০ কার্যদিবস বাড়ানো গেলেও, আবেদনকারীকে তা লিখিতভাবে জানাতে হয়। কিন্তু এই ক্ষেত্রে আবেদনকারীকে কোনো তথ্য সরবরাহ করা হয়নি এবং নির্ধারিত সময়সীমা অতিক্রমের পরও দপ্তর থেকে কোনো অপারগতার নোটিশও দেওয়া হয়নি।
এ নিয়ে সাংবাদিক ও সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা বলছেন, সাঘাটার খাদ্য নিয়ন্ত্রকের অফিস যেন ‘যা খুশি তাই’ নীতিতে চলছে। প্রশাসনিক জবাবদিহিতার প্রশ্নও উঠছে জোরেশোরে।
এ পরিস্থিতিতে গত ২৯ এপ্রিল ২০২৫ তারিখে তথ্য না দেওয়ার অভিযোগে আবেদনকারী কর্তৃক আপিল দায়ের করা হয়েছে সাঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমালের নিকট।
তথ্য অধিকার আইন বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী ও সাংবাদিকরা।