মোঃ জিহান বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মাস্টার পাড়ায় চুরি, ছিনতাই ও ইয়াবা বেচাকেনার প্রতিবাদ করায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে আজ সকালে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সম্প্রতি এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই এবং চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। স্থানীয় বাসিন্দারা এসব অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করলে সংঘবদ্ধ একটি চক্র তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন এবং এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। মাদকের বিরুদ্ধে কথা বললে যদি হামলার শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”
এলাকাবাসী স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেছেন, অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় না আনলে তারা আরও বড় আন্দোলনের পথে যাবেন।