1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ও মেধাতালিকায় নাম কলকাতা সহ জেলা জুড়ে - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
মোরেলগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন ঢাকায় তারুণ্যের সমাবেশে ব্যারিস্টার রেজভিউল মুন্সির ব্যাপক শোডাউন দীর্ঘদিনর অবহেলার অবসান গাবতলীতে শুরু হলো সলিং রাস্তার কাজ দিপু ভূঁইয়ার পক্ষ থেকে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানালেন আবু বকর সিদ্দিক ভূঁইয়া ৬০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ প্রাইভেটকার গ্রেফতার ২জন চট্রমেট্রতে অবস্থিত চান্দগাঁও থানা এলাকায় পবিত্র কোরবানি উপলক্ষে নিরাপত্তা ও জনসচেতনতা বাড়ানো হয়েছে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ আনসার উদ্দিন – এতিম ছেলের ‘বাবা’ হলেন সিংড়ায় মসজিদ কমিটির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত-৪, থানায় অভিযোগ গোপালগঞ্জের কোটালীপাড়ায় নসিমন চাপায় চালক নিহত- ১ উপজেলা সমাজসেবার সেমিনারে দিনাজপুর সদর ইউএনও বোরহান উদ্দিন

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ও মেধাতালিকায় নাম কলকাতা সহ জেলা জুড়ে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

 

আজ ৭ই মে বুধবার, উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষিত হওয়ার সাথে সাথে জেলায় জেলায় সাফল্য অর্জন করেছে ছাত্র ছাত্রীরা,

সম্ভবত প্রথম স্থান অধিকার করেছেন ৪৯৭ পেয়ে রূপায়ণ পাল বর্ধমান সিএমএস হাই স্কুল, কলকাতায় প্রথম স্থান অধিকার করেছেন অঙ্কিত চক্রবর্তী বেহালা হাই স্কুল।

দ্বিতীয় স্থান অধিকার করেছেন ৪৯৬ পেয়ে তুষার দেবনাথ বকশিরহাট হাই স্কুল কুচবিহার,

তৃতীয় স্থান অধিকার করেছে ৪৯৫ পেয়ে রাজর্ষি অধিকারী আরামবাগ হাই স্কুল।

চতুর্থ স্থান অধিকার করেছে ৪৯৪ পেয়ে শ্রীজিতা ঘোষাল সোনামুখী বালিকা বিদ্যালয়,

পঞ্চম স্থান অধিকার করেছে ৪৯৩ পেয়ে যারা, বীরেশ ঘোষ রামকৃষ্ণ বিদ্যাভবন পশ্চিম মেদিনীপুর, প্রান্তিক গঙ্গোপাধ্যায় আরামবাগ হাই স্কুল , তন্ময় পতি সোনারপুর বিদ্যাপীঠ হাই স্কুল, ঋদ্ধিত পাল কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউট পূর্ব বর্ধমান, কুন্তল চৌধুরী ভাতার এমপি হাই স্কুল পূর্ব বর্ধমান, ঐশীক দাস মনীন্দ্রনাথ হাই স্কুল কুচবিহার

ষষ্ঠ স্থান অধিকার করেছেন যারা ৪৯২ পেয়ে রৌনক গড়াই শ্রী অরবিন্দ বিদ্যামন্দির হুগলি, আরাফাত হোসেন মুক্তাপুর হাই স্কুল হুগলি, চয়ন দাস কবিরাজ সাঁইথিয়া টাউন হাই স্কুল বীরভূম, জয়দীপ পাল মেমারি ভি এম ইনস্টিটিউশন পূর্ব বর্ধমান, পরান্তাপ মুখোপাধ্যায় নব নালন্দা শান্তিনিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বীরভূম, দেবদত্তা মাঝি কাটোয়া ডিডিসি গার্লস হাই স্কুল পূর্ব বর্ধমান, রুপানজন সরকার রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল উত্তর চব্বিশ পরগনা, অয়ন কুন্ডু বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়।

সপ্তম স্থান অধিকার করেছেন যারা ৪৯১ পেয়ে, অনুষ্কা শর্মা আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, সৈয়দ মোহাম্মদ তমজিদ রহিমপুর নবগ্রাম হাই স্কুল হুগলি, অঙ্কন নন্দী গোঘাট হাই স্কুল হুগলি, তন্ময় হালদার নন্দলাল ইনস্টিটিউট হুগলি, শিল্পা গোস্বামী ভেদুয়াশোল হাই স্কুল বাঁকুড়া, শুভম পাল বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল পূর্ব বর্ধমান। প্রিয়াঙ্কা বর্মন নগর ডাকলিগঞ্জ হাই স্কুল কোচবিহার, জয়িশী ঘোষ এগরা ঝটুলাল হাই স্কুল পূর্ব মেদিনীপুর, বর্ণিতা হাজরা। এগরা স্বর্ণময়ী গার্লস হাই স্কুল পূর্ব মেদিনীপুর, , মহম্মদ সাজিদ হোসেন হাওড়া গার্লস হাই স্কুল, কোয়েল গোস্বামী কচুয়া বাওয়ালমারি হাই স্কুল জলপাইগুড়ি।

অষ্টম স্থান অধিকার করেছেন যারা ৪৯০ পেয়ে, জ্যোতির্ময় দত্ত ফালাকাটা হাই স্কুল আলিপুরদুয়ার, তথাগত রায় পাঠ ভবন কলকাতা, রাজদীপ শাসমল কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল হুগলি, অভ্রদীপ বেরা মাহেশ রামকৃষ্ণ মিশন বিদ্যালয় হুগলি, ঋতম মান্না বাঁকুড়া জেলা স্কুল, দেবজিৎ রায় বাঁকুড়া বাংলা বিদ্যালয়, অনুভব মন্ডল নব নালন্দা শান্তিনিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বীরভূম, কৃষ্টি সরকার মনিন্দ্রনাথ হাই স্কুল কোচবিহার, লীনা দাস মনিন্দ্রনাথ হাই স্কুল কোচবিহার, তিস্তা বেরা রঘুনাথবাড়ি রাম তারক হাই স্কুল পূর্ব মেদিনীপুর, নবমিতা কর্মকার উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয় উত্তর চব্বিশ পরগনা, অদ্রিজ গুপ্ত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় দক্ষিণ ২৪ পরগনা, ওম কুন্ডু সারদা বিদ্যাপীঠ দক্ষিণ ২৪ পরগনা, রফিক রানা লস্কর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় দক্ষিণ 24 পরগনা, অঙ্কিত চক্রবর্তী বেহালা হাই স্কুল দক্ষিণ 24 পরগনা, শ্রেষ্ঠা মুখোপাধ্যায় শ্রী রামকৃষ্ণ শিশু তীর্থ হাই স্কুল হুগলি।

নবম স্থান অধিকার করেছেন যারা ৪৮৯ পেয়ে , সৌরভ বেরা ঝাড়্গ্রাম কে কে ইনস্টিটিউশন, বিপ্রদীপ জানা কিশোর নগর শচীন্দ্র শিক্ষা সদন পূর্ব মেদিনীপুর, সৌম্য সুন্দর রায় মেদিনীপুর কলেজিয়েট স্কুল, অঙ্কুর ঘোষ নিমতলা হাই স্কুল মুর্শিদাবাদ, জিষ্ণু ঘোষ মাহেশ শ্রী আশ্রম বিদ্যালয় হুগলি, নজফার রহমান রামপুরহাট জিতেন্দ্র নাথ বিদ্যালয় ,সায়ক বিশ্বাস চাকদহ রামলাল একাডেমি, সত্যম বণিক কোচবিহার রামভোলা হাই স্কুল, অদ্রিজা জানা তাজপুর হাই স্কুল পূর্ব মেদিনীপুর, পবিত্র মন্ডল সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির দক্ষিণ চব্বিশ পরগনা, অর্ক মন্ডল বসিরহাট হাই স্কুল, তনয় টিকাদার অশোকনগর বয়েস সেকেন্ডারি স্কুল উত্তর চব্বিশ পরগনা, অনিক বারুই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় মন্দা,, হ্যালো, অনীশ বারুই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ওন্দা, সৌণক বন্দ্যোপাধ্যায় টাকি হাউস মাল্টিপারপাস হাই স্কুল টাকি, শ্রীজিতা দত্ত বেথুন কলেজিয়েট স্কুল কলকাতা, সপ্তর্ষি পাঁজা অঙ্কুরহাটি হাই স্কুল হুগলি।

দশম স্থান অধিকার করেছেন যারা, মৌসুমী পাল মুরলিগঞ্জ হাই স্কুল দার্জিলিং, কৌরব বর্মন বলপুর হাই স্কুল দক্ষিণ দিনাজপুর, সাগ্নিক পাত্র মেদিনীপুর কলেজিয়েট স্কুল পশ্চিম মেদিনীপুর, শ্রীপর্ণা মন্ডল পানশুলি হাই স্কুল পশ্চিম মেদিনীপুর, অর্ক বন্দ্যোপাধ্যায় বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল পূর্ব বর্ধমান, সর্বজিৎ সাহা আরামবাগ হাই স্কুল হুগলি, অদৃশা সামন্ত রামনগর নুটবিহারী পালচৌধুরী হাই স্কুল হুগলি, দীপ অধিকারী বোলপুর, মৌমিতা মন্ডল আড়াইডাঙ্গা ডিবিএম একাডেমি মালদা, অভিষেক দাস কান্দি রাজ হাইস্কুল মুর্শিদাবাদ।

তবে ফল ঘোষণার পর জানা যায়, কলকাতার স্কুল গুলি থেকে জেলার স্কুলের ফল ভালো হয়েছে। বাঁকুড়ার মেধাতালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছেন অয়ন কুন্ডু তিনি জানান আমি প্রচন্ড খুশী, শিক্ষকদের অবদান ও বাড়ির অভিভাবকদের অবদান অতি অবশ্যই রয়েছে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই, সাথে তিনি বড় ইঞ্জিনিয়ার হতে চান।

একই সাথে দ্বিতীয় স্থান অধিকার করেছেন বকশিরহাট হাই স্কুলের ছাত্র তুষার দেবনাথ, বাবা পেশায় সবজি ব্যবসায়ী আর্থিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন, তুষার বলেন আর্জন গৃহ শিক্ষকের কাছে পড়াশোনা করেছি, বাবা সব সময় আমার পাশে থেকেছেন আমার এই সাফল্যের পিছনে গৃহ শিক্ষক স্কুলের শিক্ষক প্রত্যেকেরই অবদান রয়েছে, আগামী দিনে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করে গবেষণা করতে চাই,

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস কলকাতা, পশ্চিমবঙ্গ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি