1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
পেকুয়ায় বনবিভাগের অভিযানে বালি উত্তোলনের মেশিন জব্দ করায় কাল হয়ে দাঁড়িয়েছে বালু দস্যূরা - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ২১ মে ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুষ্টিয়া জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বাকেরগঞ্জের কারখানা নদীতে ফেরির দাবীতে সহস্রাধিক মানুষের মানববন্ধন নওগাঁয় প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে ও প্রকৃত সাংবাদিকতার পক্ষে সোচ্চার হওয়ার লক্ষাে নওগাঁ সদরের বিএনপি সভাপতি রাজার  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আমতলীতে ২৬ মন সামুদ্রিক মাছ জব্দ, নিলামে বিক্রি মিথ্যা মামলা থেকে সরে আসার আহ্বান ইমাম হায়াতের পাইকগাছায় সাবেক কাউন্সিল কবিতা-র সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করেছে প্রতিপক্ষ জাকির হোসেন বাগেরহাটের ফকিরহাটে ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, টাকা লুটের অভিযোগ বাংলাদেশ আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিক খাদ্য-নির্ভর কোরাল/ভেটকি মাছ চাষের জন্য ব্যাংকযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুতি বিষয়ক কর্মশালা’ গোপালগঞ্জে দুই বাসের মধ্যে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন দিল উত্তেজিত জনতা বারহাট্টায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

পেকুয়ায় বনবিভাগের অভিযানে বালি উত্তোলনের মেশিন জব্দ করায় কাল হয়ে দাঁড়িয়েছে বালু দস্যূরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

 

মফিজুর রহমান পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের

অধীনের বনভূমির অভ্যন্তরে প্রক্রিয়াকরণের মাধ্যমে অবৈধ ভাবে বালি উত্তোলনের সময় বনবিভাগ ও পেকুয়া থানার যৌথ অভিযানে ৪টি মেশিন ও সরঞ্জাম জব্দ করা হয়। ৩০এপ্রিল বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পেকুয়া উপজেলার বারবাকিয়া ও টইটং সীমান্ত প্রবাহিত ছরার পাদদেশে কৃত্রিম উপায়ে প্রক্রিয়া করণের মাধ্যমে পাহাড় কাটা মাটি বালিতে রুপান্ত করে মেশিনের সাহায্যে বালি উত্তোলনের সময় চৌকিদার পাড়ার অংশ থেকে শফিউল আলম ও বাদশার মেশিন সহ বালি উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়। এঘটনায় ৪টি পৃথক মামলা দায়ের করা হয়। এদিকে স্থানীয় সুশীল সমাজের লোকজন বলেন, বনবিভাগের লোকজনকে অনুরোধ করেও আগে পাহাড় কেকোদের বিরুদ্ধে অভিযান করা যেতনা সেখানে বারবাকিয়া রেঞ্জকর্মকর্তা খালেকুজ্জমান যোগদান করার পর পাহাড় কাটা অবৈধ বালি উত্তোলনের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করে প্রতিরোধ অভিযান অব্যাহত রাখেন। তার অব্যাহ অভিযানে দীর্ঘদিন ধরে কিছু অসাধু কর্মকর্তা ও কথিপয় সাংবাদিক নামধারী সেন্ডিকেট করে নিজেদের ইচ্ছেমত মহল বসাতে দেয়া চক্রটির সব হিসেব নিকাশ এলোমেলো হয়েগেলে তারা মনগড়া প্রপাকান্ডা ছড়িয়ে বনবিভাগের অভিযানকে প্রশ্নবিদ্ধ করেছে । বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, পাহাড় খেকোদের কোন প্রকার ছাড় দেয়া হবেনা। যতই মিথ্যা প্রপাকান্ডা সৃষ্টি করা হোক তাদের অপরাধের বিচার হবে উল্লেখ করে তিনি বলেন, সাবেক পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সময়ে টইটং মধুখালীতে জব্দ করা বালি এখনো অক্ষত থাকলেও বর্তমানে এই বালি গুলো বিক্রি করে দেয়া হয়েছে বলে মিথ্যাচার করা হচ্ছে। মূলত অসাধু একটি চক্র তার কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে তারা ক্ষুব্ধ হয়ে এমন পাগলামি করছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। কক্সবাজার জেলা বাপার সাধারন সম্পাদক কলিম উল্লাহ বলেন, রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান যদি ঘুষই নিতেন ৪টি মেশিন জব্দ করতেন না তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করতেন না। তিনি আরো বলেন, টইটং মধুখালীর বালু মহলা জব্দ করে মিলিয়ে দেয়া হয়েছিল বালি বের করার রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে এখন বনবিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে সঠিক তথ্য উদঘাটন করুক। পরিবাশবাদী সংগঠন ধরিত্রির পেকুয়া উপজেলা কোঅর্ডিনেটর দেলোয়ার হোসাইন বলেন, আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি খোজ নিয়ে দেখেছি ৩/৪বছর ধরে বারবাকিয়া রেঞ্জ অফিসের আওতায় বনভূমির অভ্যন্তরে পাহাড় কেটে মাটি পাচার বালি উত্তোলনের সাথে বনবিভাগের ও স্থানীয় একটি সংঘবদ্ধ স্যান্ডিকেট জড়িত। সরকারের পরিবর্তন হলে নতুন রেঞ্জ কর্মকর্তা যোগদানের পর ধারাবাহিক অভিযান চালানো হলে ওই সেন্ডিকেটটি ক্ষুব্ধ হয়ে ওঠেছে তাদের এখনই থামাতে হবে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানাযায়, বিশেষ করে বনবিভাগের দায়িত্ব নিয়ে স্থানীয় লোকজনের সাথে কথিপয় সাংবাদিকদের একটি সেন্ডিকেট করে পাহাড় কাটা ও বনাঞ্চল নিধনে লীপ্ত ছিল। বর্তমান রেঞ্জ কর্মকর্তা যোগদানের পর সেন্ডিকেটের সাথে আতাত না করায় ওই সেন্ডিকেট বিভ্রান্তি ছড়াচ্ছে। কয়েকজন আওয়ামী দোসর সাংবাদিক সেন্ডিকেট করে পাহাড় কাটে বালি উত্তোলনের সময় জব্দ করা মেশিন ছাড়িয়ে নিতে রেঞ্জকর্মকর্তাকে বল প্রয়োগ করা ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার বিষয়টি চাউর হলে স্থানীয় সচেতন লোকজনের মাঝে বিরোপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মইনুল হোসেন চৌধুরী বলেন, ৫অগাষ্টের পটপরিবর্তনের আগে থেকে পেকুয়া উপজেলার পারশ্বর্বতী উপজেলায় দায়িত্ব পালনের সুবাদে বনবিভাগের কার্যক্রম নিয়ে অনেক কথা আইনশৃংখলা সভায় পর্যন্ত আলোচনা হয়েছে। দায়িত্বের সুবাদে পেকুয়ায় আসার পর তখনকার রেঞ্জকর্মকর্তাকে বলে পর্যাপ্ত প্রদক্ষেপ নিতে শুরু করে বর্তমান রেঞ্জকর্মকর্তা খালেকুজ্জামান আসার পর পাহাড়ি এলাকায় মাইকিং করেছি, তাকে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেছি তিনি কয়েকটি অভিযান চালিয়ে পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন কিন্তু সংঘবদ্ধ চক্রটি তার বিরুদ্ধে অপপ্রচারে লীপ্ত হয়েছে। পাহাড় রক্ষায় কোন ছাড় দেয়া হবেনা তাকে সহযোগীতা করতে হবে।

বার্তা প্রেরক

মফিজুর রহমান

পেকুয়া প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি