সাগর কুমার বাড়ই ,
তেরখাদা প্রতিনিধি , খুলনা //
১৪ মে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম লস্করকে সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন সংবর্ধিত অতিথি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম লস্কর, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , সহকারী প্রধান শিক্ষক নিহার রঞ্জন বাইন, সহকারী শিক্ষক উৎপলেন্দু গাইন, এস এম খায়রুল আলম, রনজিৎ কুমার মন্ডল, বলরাম পাল, রীনা রানী মল্লিক, শিল্পী রানী ফোজদার, বিনোদ টিকাদার, দুর্জয় হালদার, হিরেন্দ্র নাথ ধর, শিতাংশু শেখর অধিকারী, সমাজসেবক আব্দুর রউফ জমাদ্দার, শেখ মফিজুল ইসলাম, মোঃ বুরুজ সিকদার, রেজা মাহমুদ মাসুম, দ্বীন ফকির, মহিউদ্দিন রেজা, কমলেশ খামারী, রিয়াজুল ইসলাম, ঈসা মোল্যা, ইসাবুল মোল্যা, মৃদুল মল্লিাক, জয়নাল শেখ, মোঃ আকিজ শেখ, মোঃ রিপন জমাদ্দার, মোঃ আকাশ শেখ ও সৈকত।
অনুষ্ঠানে অন্যান্য শিক্ষক ও সুধীজন বক্তৃতা করেন। এর আগে শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনির্বাচিত সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম লস্করকে পুষ্প মাল্য অর্পন করেন।