আব্দুল্লাহ আলভী,কক্সবাজার প্রতিনিধি।
চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতাল লিমিটেডে ঘটে গেল এক অবিস্মরণীয় ও বিরল ঘটনা। কক্সবাজার জেলার ঈদগাঁ উপজেলার জাকির পাড়ার বাসিন্দা নুর মোহাম্মদের স্ত্রী মরিয়ম বেগম (৩০) একসঙ্গে জন্ম দিয়েছেন ৬টি নবজাতক।
শুক্রবার, হাসপাতালের গাইনী ও অবস বিভাগের কনসালটেন্ট ডা. নাজনিন সুলতানা লুলু (এফসিপিএস) এর তত্ত্বাবধানে সফলভাবে এ ডেলিভারি সম্পন্ন হয়।
হাসপাতালের ফিজিওথেরাপিস্ট জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন, এই অসাধারণ ঘটনার সময় হাসপাতালের মেডিকেল টিম পূর্ণ প্রস্তুতিতে ছিল।নবজাতক এবং মা উভয়ই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
চিকিৎসকরা জানান, একসঙ্গে ছয় সন্তান জন্ম দেওয়া নিঃসন্দেহে একটি বিরল ঘটনা এবং এটি আল্লাহর অশেষ রহমত ও একজন মায়ের অগাধ সাহস ও ধৈর্যের প্রতীক।
স্থানীয়ভাবে এ ঘটনা জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং পরিবারটিকে শুভকামনা জানিয়ে মানুষজন ভিড় জমাচ্ছে হাসপাতাল চত্বরে।