1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সীমান্তে টহলের সময় বজ্রপাতে বিজিবি সদস্য নিহত, আহত ৪ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জ কারাগারের এক অসুস্থ – হাজতির মৃত্যু সাহায্যের জন্য আবেদন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সজন প্রিতীর কারণে তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ চারশত পিস ইয়াবা নিয়ে বড়হাতিয়ার মাদক সম্রাট আটক আগামী ২৩ শে মে থেকে ২৫ শে মে পর্যন্ত, বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ এর সাংবাদিক সম্মেলন করলেন ফুলছড়ি ছয় ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে বারহাট্টায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহতের পরিবারের পাশে ইউএনও শাহজাদপুরে না ফেরার দেশে চলে গেলেন ডা. আছমা সুলতানার ‎আব্দুল হালিম কে বাঁচাতে স্ত্রী দিতে চান কিডনি কিন্তু নেই প্রতিস্থাপনের কোনো অর্থ কুষ্টিয়া জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

সীমান্তে টহলের সময় বজ্রপাতে বিজিবি সদস্য নিহত, আহত ৪

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় বজ্রপাতে রিয়াদ হোসেন (৩২) নামের এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ছাটকড়াইবাড়ী-ধর্মপুর আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও চারজন সদস্য আহত হন, যাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত রিয়াদ হোসেন জামালপুরের ৩৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন দাঁতভাঙ্গা বিওপিতে (বর্ডার আউটপোস্ট) কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে। পিতার নাম আবদুল লতিফ। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দাঁতভাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবদুল হালিম।
বিজিবি সূত্রে জানা গেছে, রাতের টহলের অংশ হিসেবে একটি টহলদল ছাটকড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে অবস্থান করছিল। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলে রিয়াদ হোসেন গুরুতরভাবে আহত হন। সঙ্গে থাকা অন্য চারজন—হাবিলদার মো. জসিম (৫২), সিপাহি নাদিম (২৮), সিপাহি শাহীন (২৮) ও আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)—বজ্রপাতে আহত হন।
তাঁদের প্রথমে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে রৌমারী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নবিউল ইসলাম বলেন, “বজ্রাঘাতে গুরুতর আহত অবস্থায় একজন বিজিবি সদস্যকে হাসপাতালে আনা হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানো হয়েছে।”
এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, “সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে এক বিজিবি সদস্যের মৃত্যু ও চারজন আহত হওয়ার বিষয়ে আমরা অবহিত হয়েছি। থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”
প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ এলাকায় কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সতর্কতা ও সরঞ্জামের দাবি তুলেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি