1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
সোমবার, ২৬ মে ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ আটক এক দিনাজপুরে খুশির খামারে ৩০ মণ ওজনের ‘প্রিন্স’,দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের বার্ষিক আনন্দ ভ্রমণ, ক্রীড়া প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমিতে দশ টাকার বিনিময়ে চিকিৎসা সেবা পেলো দুই শতাধিক রোগী চট্টগ্রাম চিটি এলাকার দেহ ব্যবসা নিয়ে কামরুল ইসলাম কর্তৃক সংবাদ প্রকাশের পর অভিযান বারহাট্টায় সভাপতি মোস্তাক সম্পাদক কমল বাগেরহাটের রামপালে ভূমি মেলা উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও জনসচেতন মূলক সভা অনুষ্ঠিত চাউল বাজারে উচ্ছেদকৃত নালা পুনর্নির্মাণ: জলবদ্ধতার আশঙ্কা, ক্ষোভে ব্যবসায়ীরা রামুতে এম্বুলেন্স খাদে পড়ে চালক আহত: চার লেন সড়কের দাবি স্থানীয়দের

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

 

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা সংকটের বাস্তবতা ও চলমান সহায়তা কার্যক্রম সরেজমিনে দেখতে ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য বিশিষ্টের একটি প্রতিনিধিদল উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তারা উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের নেতৃত্বদেন মি: মাইকেল ক্রেইজা, যিনি বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সহযোগিতা বিভাগের প্রধান। তাঁর সঙ্গে ছিলেন পাবলো পাডিন পেরেজ, যিনি কর্মসূচি ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রতিনিধিদলটি প্রথমে ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে যান। সেখান থেকে তারা ১২, ৪ এক্সটেনশন ও ২ ওয়েস্ট ক্যাম্প ঘুরে দেখেন।সেখানে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বাস্তবায়িত প্রকল্প ও সেবাকার্যক্রম ঘুরে দেখেন। তাঁরা সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন।

প্রতিনিধিদলটি ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-২ ব্লকে অবস্থিত ইউএনএইচসিআর পরিচালিত নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন এবং ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ওয়ান ব্লকে ইউএনএইচসিআর-এর কমিউনিটি ভিত্তিক উৎপাদন কেন্দ্র ঘুরে দেখেন।

তাছাড়াও প্রতিনিধিদলটি ৪ এক্সটেনশন ক্যাম্পে অবস্থিত বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত সমন্বিত পুষ্টি সেবা কেন্দ্র পরিদর্শন শেষে রোহিঙ্গা নেতাদের সাথে মতবিনিময় করেন। ই-ভাউচার বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন।

এর পরে প্রতিনিধিদলটি বিকালে ২ ওয়েস্ট ক্যাম্পের ই-৫ ব্লকে অবস্থিত এনজিও ফোরাম পাবলিক হ্যালথ পরিচালিত পাটের ব্যাগ উৎপাদন কেন্দ্র পরিদর্শন। সেখান থেকে তারা ২ ইস্ট ক্যাম্পে অবস্থিত ইউএনএইচসিআর পরিচালিত এলপিজি বিতরণ কেন্দ্র ঘুরে দেখেন এবং রোহিঙ্গা ক্যাম্পে সেবাকার্যক্রমে নিয়োজিত বিভিন্ন দেশি-বিদেশি এনজিও ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি বিকেল সাড়ে ৪টায় কক্সবাজারের উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি