নাজমুল হাসান নাজির
বগুড়া ধুনটে গাঁজা সেবনের অপরাধে ৪ ব্যক্তিকে ৩, মাস করে সাজা প্রদান ও একশত করে টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।
দন্ডপ্রাপ্ত ৪ ব্যক্তি হলেন, উপজেলার চড় ধুনট গ্রামের মৃত নেজু প্রাং এর ছেলে রঞ্জু প্রামানিক(৪৫), পৌর এলাকার সদর পাড়া গ্রামের আফজাল হোসেন এর ছেলে আব্দুর রাজ্জাক(৩৮), মৃত ওসমান গনির ছেলে মোহন বাবু (৪০) ও , পিতা- মৃত ওসমান গনি, সাং ধুনট সদরপাড়া,৪। মো সোহাগ (৩৫), পিতা- মো ফজলুল, বগুড়া সদর থানার হাকিম মোড় এলাকার ফজলুল হকের ছেলে সোহাগ (৩৫) হাকিরমোড় ৪। মো সোহাগ (৩৫),।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১১ই এপ্রিল) বিকালে পৌরসভার চর ধুনট নামক এলাকায় গাঁজা সেবন ও সেবনের জিনিসপত্রসহ হাতেনাতে তাদের আটক করে বগুড়া জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহ আলম ও সঙ্গীয় ফোর্স।ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ডপ্রাপ্ত ৪ ব্যক্তিকে বিকেলেই বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।