1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
২০২২ এ প্রাথমিক টেট পাস ডি এল এড ঐক্য মঞ্চের আহবানে, চাকরির দাবীতে , তিন দিনের ধর্ণা ও অবস্থান - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
মোরেলগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন ঢাকায় তারুণ্যের সমাবেশে ব্যারিস্টার রেজভিউল মুন্সির ব্যাপক শোডাউন দীর্ঘদিনর অবহেলার অবসান গাবতলীতে শুরু হলো সলিং রাস্তার কাজ দিপু ভূঁইয়ার পক্ষ থেকে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানালেন আবু বকর সিদ্দিক ভূঁইয়া ৬০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ প্রাইভেটকার গ্রেফতার ২জন চট্রমেট্রতে অবস্থিত চান্দগাঁও থানা এলাকায় পবিত্র কোরবানি উপলক্ষে নিরাপত্তা ও জনসচেতনতা বাড়ানো হয়েছে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ আনসার উদ্দিন – এতিম ছেলের ‘বাবা’ হলেন সিংড়ায় মসজিদ কমিটির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত-৪, থানায় অভিযোগ গোপালগঞ্জের কোটালীপাড়ায় নসিমন চাপায় চালক নিহত- ১ উপজেলা সমাজসেবার সেমিনারে দিনাজপুর সদর ইউএনও বোরহান উদ্দিন

২০২২ এ প্রাথমিক টেট পাস ডি এল এড ঐক্য মঞ্চের আহবানে, চাকরির দাবীতে , তিন দিনের ধর্ণা ও অবস্থান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

আজ ১৬ই মে শুক্রবার, ঠিক সকাল ১১ টায় , কলেজ স্কোয়ার মোড়ে, ২০২২ প্রাথমিক টেট ডি এল এড ঐক্যমঞ্চের আহবানে, ন্যায্য চাকরির দাবীতে, তিনদিনের ধর্ণা ও অবস্থান কর্মসূচী শুরু করলেন। এই কর্মসূচী চলবে ১৬ ই মে থেকে ১৮ই মে পর্যন্ত , প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। এই ধর্ণা ও অবস্থান মঞ্চে , চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদেরও আহ্বান জানান। এবং আগামীকাল শিক্ষক ও শিক্ষিকাদের উপরে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করেন।

তাদের দাবি অবিলম্বে প্রাথমিক বিদ্যালয় ৫০০০০ পথ রয়েছে, শীঘ্রই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও দ্রুত স্বচ্ছতা নিয়োগ চাই, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বারবার কথা দিয়েও কথা রাখেননি, আজও আমরা রাস্তায় বসে,

আজ ধর্ণা মঞ্চ শুরুর আগে, পহেলেগাঁও এ নিহত সাধারণ ভারতীয় নাগরিক এবং শহীদ জওয়ানদের প্রতি, মোমবাতি জ্বালিয়ে বিনম্র শ্রদ্ধা জানান ও এক মিনিট নীরবতা পালন করেন।

তারা বলেন আমরা ২০২২ এ টেট উত্তীর্ণ পূর্ণ পরীক্ষা প্রাপ্ত চাকরিপ্রার্থী, রাজ্যে দীর্ঘ পাঁচ বছর পর 2022 এ প্রাথমিক টেট পরীক্ষা হয়েছে, আজ ২০২৪ পেরিয়ে 2025 পড়ে গেল, প্রাথমিক স্কুলে পঞ্চাশ হাজার শুন্য পদ থাকা সত্ত্বেও এখনো আমরা ইন্টারভিউ নোটিফিকেশন পেলাম না। এমনকি দিদি প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রাখেননি, আজো থালা হাতে রাস্তায়, বছরে দুই বার নিয়োগ হওয়ার কথা, তা একবারও হলো না, শিক্ষক পদে ১ লক্ষ শূন্য পদ আছে কেন আমরা পাস করে এখনো বসে থাকবো, আন্দোলন করবো, এমনকি শিক্ষামন্ত্রী ও ব্যার্থ, আগামী কালকের ঘটনা আরও একবার মনে করিয়ে দিল সকলকে। আজ ধর্ণা মঞ্চে প্রায় 200 থেকে আড়াইশো চাকুরী প্রার্থী উপস্থিত হন

ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন, পার্থ জিৎ বণিক, বিদেশ গাজী, সুদীপ গুহ সুভাষচন্দ্র বাঘ সহ অন্যান্য চাকরি চাকুরী প্রার্থী।

আজ ধর্ণা মঞ্চে আলা ও পোস্টার হাতে বেশ কিছু স্লোগানকে সামনে রেখে অবস্থান বিক্ষোভ করে, থালা ও বাটি বাজিয়ে ধিক্কার জানান। প্রতিবাদে গর্জে উঠেন,

বছর ঘুরে বছর পার ,সরকারের শুধুই মিথ্যাচার।

হয় আমাদের নিয়োগ দিন ,নইলে মৃত্যু দিন।

থালা হাতে খবর নাই ,যোগ্যতা আছে তবু চাকরি নাই ।

টেট পাশ করে আজও পথে, নিয়োগের নামে, দিদি দিল বাটি হাতে। ‌

এই সকল স্লোগানের মধ্য দিয়ে এবং বিদ্যাসাগরের বর্ণ পরিচয় ও সহজ পাঠ হাতে নিয়ে, তাদের ন্যায্য দাবী আদায়ের প্রতিশ্রুতি নেন,

রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা , পশ্চিমবঙ্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি