বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
অদ্য ১৭ই মে ২০২৫ ইং রোজঃ-শনিবার
শ্রীমঙ্গল ধানসিঁড়ি আ/এলাকার
বিশিষ্ট ব্যবসায়ী ভিক্টোরিয়া সিনেমা হলের স্বত্বাধিকারী
শ্রী যুক্ত বাবু গোপেন্দ্র কুমার দাশ অদ্য রোজ শনিবার ভোর ৪/০০ ঘটিকায় ঢাকার শাহবাগস্থ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঔঁ দিব্যাং লোকান স্বঃ গচ্ছতু
আপনারা উনার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও আশীর্বাদ করবেন। অন্য দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান রগুনাথ দেব রিংকু বার্দ্ধক্যজনিত কারনে অদ্য ভোর রাতে মৃর্তো বরণ করেন।
একই দিনে দু’জনার মৃর্তোতে শ্রীমঙ্গলবাসী গভীর শোক প্রকাশ করছেন।
দুজনের বিদেহী আত্মার শান্তি কামনায় সবাই আশীর্বাদ ও দোয়া করবেন।