মোঃ মাহাবুব আলম
স্টাফ রিপোর্টার
এক দফা এক দাবি, কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটে (বিনা) অনতিবিলম্বে আমাদের চুড়ান্ত নিয়োগ চাই, দিতে হবে।
বিগত ২০২৩ সালের ৭ আগস্ট বিনাতে ১৩ ক্যাটাগরিতে ৪৭ টি শুন্য পদে সরাসরি নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।বিনার নিয়োগ ও পদোন্নতি কমিটি -২ এর তত্ত্বাবধানে ইডেন মহিলা কলেজ,ঢাকায় তিন দিনে যথাক্রমে ২৬.০১.২০২৪, ০২.০২.২০২৪ ও ০৯.০২.২০২৪ তারিখে লিখিত পরিক্ষা সম্পন্ন হয়।লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা গ্রহণ ২০২৪ সালের এপ্রিলের ২৯ তারিখের মধ্যে সম্পন্ন হয়। ৩ ও ৯ মে ২০২৪ তারিখে বিনার নিয়োগ ও পদোন্নতি কমিটি -২ ‘ লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৮ সালের পরিপত্র অনুসরণ করে সরকারি কর্মকমিশনের প্রতিনিধির উপস্থিতিতে চুড়ান্ত মেধা তালিকা এবং অপেক্ষমান প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়।যা জুলাই বিপ্লবের ৩ মাস পুর্বে। এরপর বিনার নিয়োগ কমিটির গাফিলতির কারণে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হতে অনেক সময় পেরিয়ে যায়।জুলাই আগস্ট বিপ্লবের পরেও জনপ্রশাসন সচিব প্রাইমারিতে নিয়োগ সংক্রান্ত জটিলতা তৈরি হলে তিনি জানান যাদের ভাইভা পরিক্ষা জুলাই আগস্ট বিপ্লবের পুর্বে সম্পন্ন হয়েছে তাদের নিয়োগ প্রকৃয়া ২০১৮ সালের পরিপত্র অনুযায়ীই সম্পন্ন করতে হবে। ৪৭ পদের এ নিয়োগ সংক্রান্ত ২০২৪ সালের ১২ নভেম্বর জনপ্রশাসন ২০১৮ সালের পরিপত্র অনুসরণ করে নিয়োগ প্রকৃয়া সম্পন্ন করার জন্য সুপারিশ করে। সর্বশেষ ২০২৪ সালের ২১ ডিসেম্বর চুড়ান্ত তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হয় যা জুলাই আগস্ট বিপ্লবের পরে।কিন্তু পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরে দীর্ঘ সময় অঅতিবাহিত হলেও তারা নিয়োগ কার্যক্রম সম্পন্ন না করায় আমরা আইনি নোটিশ পাঠালে তারা তার জবাব দেয় ৬ মে ২০২৫ তারিখে,কৃষি মন্ত্রণালয়ের একটা নোটিশের কারণে ,, পুর্বের নিয়োগটি বাতিল করা হয়েছে।
কিন্তু নিয়োগ প্রার্থীদের একটাই দাবি চুড়ান্ত মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ার পরেও কেন দীর্ঘ দুই বছর অতিবাহিত হয়ে গেলোও নিয়োগ দেয়া হচ্ছে না,,ইতোমধ্যে অনেক প্রার্থীর সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা শেষ হয়ে গেছে। পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরেও চাকরিতে নিয়োগ না পাওয়ায় আমরা চাকরি প্রার্থীরা সামাজিক ও মানষিক ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি।চুড়ান্ত নিয়োগের তালিকায় মেধায় উত্তীর্ণ হয়েও আজ আমরা মন্ত্রণালয় থেকে বিনা এবং বিনা থেকে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরেও আমাদের ন্যায্য অধিকার পাচ্ছি না।
তাই আমাদের মাননীয় কৃষি উপদেষ্টার নিকট একটায় দাবি, আমাদের এ নিয়োগ অনতিবিলম্বে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে যথাযথ নির্দেশনা দিবেন।
আপনার স্বনামধন্য পত্রিকা বা নিউজ মিডিয়ার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।