মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩০০ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭মে) ভোরে উপজেলার রাংটিয়া এলাকার এক বৃদ্ধার বাড়ীর পাশে পরিত্যক্ত অবস্থায় এইসব মদ উদ্ধার করা হয়।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন জানান,শুক্রবার দিবাগত রাতে মাদকচোরাকারবারি পাচারের উদ্দেশে স্থানীয় রাংটিয়া এলাকায় এক বৃদ্ধার বাড়ীর পাশে ১২ টি বস্তায় ৩০০বোতল মদ আবর্জনা দিয়ে ডেকে রাখে। শনিবার সকালে ওই বৃদ্ধার প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে এসআই হাসেম এর নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আবর্জনা দিয়ে ঢেকে রাখাবস্থায় ১২টি বস্তায় ৩০০ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি আল আমিন।