সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি- বিলাইছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকার “আস্থা”- কর্তৃক গণতন্ত্র ও সুশাসন চর্চা এবং ভোটাধিকার নিশ্চিতে প্রচারভিযান ও খেলাধুলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ ই মে) বেলা ৩:০০ টায় ধূপ্যাচর ক্লাবের মাঠে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট্ রাঙ্গামাটি -এর বাস্তবায়নে এবং সুইজারল্যান্ড সরকারের সহায়তায় এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।এছাড়াও উপস্থিত ছিলেন সিভিক প্লাটফর্ম-এর জেলা প্রতিনিধি সুজন কুমার তঞ্চঙ্গ্যা, উপসহকারী কৃষি অফিসার রুবেল বড়ুয়া, ২ নং ওয়ার্ডের মেম্বার জ্যোতিময় চাকমা ( চান্দো), ধূপ্যাচর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা সাথোয়াই মার্মা, কেংড়াছড়ি বাজার চৌধুরী প্রহর কান্তি চাকমা এবং ইয়ুথ গ্রুপের সভাপতি থুইপ্রু মার্মাসহ অন্যান্য সদস্যরা।