মোঃ জিহান বিশেষ প্রতিনিধি
আলহামদুলিল্লাহ, হাঙর খালের বিভিন্ন বেড়িবাঁধের ভাঙন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের রিপোর্ট এবং গ্লোবাল টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সরেজমিন পরিদর্শন শেষে বড় ভাঙনের সংস্কারের আশ্বাস দিয়েছেন। বোর্ডের কর্মকর্তারা বলেন, বর্ষা মৌসুমের আগেই প্রয়োজনীয় কাজ শুরুর চেষ্টা চলছে।
অন্যদিকে, খালের ছোট ভাঙনগুলোর বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান মহোদয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি বরাদ্দ প্রদানের আশ্বাস দেন। আশা করা যাচ্ছে, কয়েক দিনের মধ্যেই বরাদ্দ পাওয়া গেলে এলাকাবাসীর সহযোগিতায় সংস্কার কাজ শুরু করা যাবে ইনশাআল্লাহ।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে পদুয়ার সমদ আলী সিকদার পাড়া, মেহের আলী মুন্সির পাড়া, দরগাহ মুড়া, নয়াপাড়া, নিজতালুক, হানিবরো পাড়া, সাইর মুহাম্মদ পাড়া, বশির মুহাম্মদ সিকদার পাড়া এবং পদুয়া বাজারের পশ্চিম পাশের গুরুত্বপূর্ণ এলাকার মানুষ হাঙর খালের পানির ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে বলে আশা করা যাচ্ছে।