1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
‎শাহজাদপুরে অসময়ে যমুনা নদীর ভাঙ্গনে দিশেহারা এলাকাবাসী - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
হাকিমপুরে কৃষি প্রনোদনা ও পুর্নবাসন কর্মসূচির শুভ উদ্বোধন গাইবান্ধায় জাসাসের কর্মীসভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ আয়োজনে পেশাগত দক্ষতা বৃদ্ধির কর্মশালা আসামে কামাখ্যা মন্দিরে হারিয়ে যাওয়া বৃদ্ধা কে বাড়ী খুঁজে দিতে গঙ্গাসাগরে নিয়ে হ্যাম রেডিও কাছে হস্তান্তর লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেল রামপালের ৫ হাজার চক্ষু রোগী বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৩ জন ছাত্র উদ্ধার; বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সক্রিয় সদস্য আটক গাইবান্ধায় সেরা কণ্ঠশিল্পীর অন্বেষণে প্রথম দিনে ১৪ জন পেলেন ‘ইয়েস কার্ড ধারাবাহিক নিয়মে চাঁন্দগাও থানায় চলছে অভিযান কালিগঞ্জে বিষ্ণুপুর ২ লক্ষ টাকার শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ

‎শাহজাদপুরে অসময়ে যমুনা নদীর ভাঙ্গনে দিশেহারা এলাকাবাসী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
‎তারিখ : ১৯/০৫/২০২৫ ইং

‎সিরাজগঞ্জের শাহজাদপুরে অসময়ে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে শাহজাদপুর উপজেলার ৩ টি ইউনিয়নের ৯টি গ্রামের বেশ কিছু ফসলি জমি ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এই ভয়াবহ ভাঙ্গনে এ সব ইউনিয়নের অধিকাংশ গ্রামের ফসলি জমি, বাড়িঘর, মসজিদ-মাদ্রাসা, নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্ষা মৌসুম শুরুর আগেই নদীতে ভাঙ্গন শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন যমুনাপাড়ের মানুষগুলো। এতে হুমকির মুখে রয়েছে মাদ্রাসা, হাইস্কুল ও প্রাইমারি স্কুল সহ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান।
‎শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের চর ঠুটিয়া,সোনাতনী ইউনিয়নের  ধীতপুর, কুড়সি, বারো পাখিয়া বড় চানতারা, বানতিয়ার, গালা ইউনিয়নের বৃ-হাতকোড়া,ও মোহনপুর গ্রামে যমুনা নদীর প্রায় কয়েকশো মিটার এলাকা জুড়ে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। প্রতিদিনই ফসলে জমি নদী গর্ভে চলে যাচ্ছে। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক শুরু হয়েছে। এলাকাবাসী জানায় বাড়ি ঘর ফসল জমি সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় এখন বাড়িঘর ও ফসলী জমি কিছু নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় এখন আমরা অন্যের জমিতে ঘর তুলে থাকি, এখন এই ঘরবাড়িও নদী গর্ভে বিলীন হওয়ার পথে, এই তীব্র ভাঙ্গনের  কবলে পড়েছে। এ নিয়ে খুবই দুশ্চিন্তায় পাড় করেছে শাহজাদপুর উপজেলার যমুনাপারের মানুষ গুলো। যমুনাপারের মানুষগুলোর দাবি ভাঙ্গনরোধে এখন দ্রুত বাধ নির্মাণ করা প্রয়োজন। এদিকে শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ জেরিন আহমেদ বলেন,গত ছয় বছরে এই তিনটি ইউনিয়নের গ্রামগুলোতে কমপক্ষে ২৮০ হেক্টর ফসলি জমি নদীতে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন কবলিত এলাকাটি পরিদর্শন করেছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।
‎এ ব্যাপারে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ মোখলেসুর রহমান জানান, শাহজাদপুর উপজেলার তিনটি ইউনিয়নে ভাঙ্গন শুরু হয়েছে, নদী ভাঙ্গন কবলিত এলাকাগুলো আমরা অবজারভেশন করেছি। ভাঙ্গন কবলিত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আরো জানান, এনায়েতপুর ও শাহজাদপুর দীর্ঘদিন ধরে ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ চলছে,আশা করছি বাধ নির্মাণ হলে ভাঙ্গন কমে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি