কামরুল ইসলাম
রাউজান থানাধীন ঈশান ভট্টের হাট, নাতোয়ান বাগিচা ও নোয়াপাড়া বাজারে স্থানীয় জনসাধারণের সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনতার করনীয় সংক্রান্তে পথসভা করা হয়। সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজিসহ বিভিন্ন প্রকার অপরাধ নিয়ন্ত্রণের জন্য নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় জনসাধারণ পুলিশ সুপার মহোদয়কে কাছে পেয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, পুলিশ সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে এবং সমাজে শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরাধীদের মনে ভীতি সৃষ্টি এবং জনমনে নিরাপত্তা বোধ তৈরি করতে পুলিশ সুপার মহোদয়ের এই উদ্যোগ অত্যন্ত কার্যকর হবে বলে আমরা আশা করি।
পর্যায়ক্রমে চট্টগ্রাম জেলার ১৭টি থানার সকল গুরুত্বপূর্ণ স্থানে এলাকায় পথসভা অব্যাহত থাকবে। আপনার প্রয়োজনে তথ্য দিন, আইন প্রয়োগে পুলিশকে সহায়তা করুন।
উক্ত পথসভাসমুহে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ, গোয়েন্দা শাখা ও Special Operation Team ( SOT)র সদস্যগন এবং স্থানীয় জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জননিরাপত্তায় সার্বক্ষণিক জনতার পাশে চট্টগ্রাম জেলা পুলিশ।