1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
তিরনই হাট ইউপির নালার ওপর অর্ধকোটি টাকার সেতু নির্মাণ, দুদকের অভিযান - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
আত্রাইয়ে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অভিযানে ট্রাক চোর চক্রের সদস্য গ্রেফতার ০১ সুনামগঞ্জে জুলাই যোদ্ধাদের নিয়ে কটুক্তি করার প্রতিবাদে জরুরি সভা অনুষ্ঠিত কাঠালিয়ায় মার্কেটের দোকান দখল করে চাঁদাদাবির অভিযোগে মামলা, গ্রেফতার -২. বেলকুচিতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদের উদ্যোগে ওলামা সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, ভালুকা থানার অপহৃত ভিকটিম উদ্ধারসহ আসামি গ্রেপ্তার ০১ ‎উল্লাপাড়া উপজেলা বিএনপির বারংবার নির্যাতিত প্রিয় নেএী – এ্যাডভোকেট সিমকী ইমাম খান  জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাকিমপুরে কৃষি প্রনোদনা ও পুর্নবাসন কর্মসূচির শুভ উদ্বোধন গাইবান্ধায় জাসাসের কর্মীসভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ আয়োজনে পেশাগত দক্ষতা বৃদ্ধির কর্মশালা

তিরনই হাট ইউপির নালার ওপর অর্ধকোটি টাকার সেতু নির্মাণ, দুদকের অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নে একপাশে সড়ক ছাড়াই নালার ওপর একটি সেতু নির্মাণের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

রোববার (১৮ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় অভিযান চালান দুদক সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উপ-পরিচালক (অ.দা) আজমির শরীফ মারজী।

 

এ সময় সেতুর নির্মাণ সামগ্রীর নমুনা সংগ্রহসহ প্রকল্পটির বিভিন্ন নথিপত্র যাচাই করা হয়। পরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে সেতুর কাজ ও প্রক্রিয়াগত দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন আজমির শরীফ মারজী।

 

অভিযানকালে দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন, কনস্টেবল আব্দুস সামাদ, শামীম হোসেন ও উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী আল-আমিন উপস্থিত ছিলেন।

উপ-পরিচালক আজমির শরীফ মারজী বলেন, ফসলি জমির পাশে সড়ক ছাড়াই একটি ছোট নালার ওপর সেতু নির্মাণ হচ্ছে।

এমন অভিযোগের ভিত্তিতে রোববার সরেজমিনে অভিযান চালিয়ে সেতুর মাপ, নির্মাণসামগ্রী (পাথর, বালি, রড ও সিমেন্ট) পরীক্ষা ও সংশ্লিষ্ট দপ্তরের নথি সংগ্রহ করা হয়েছে। তদন্ত রিপোর্ট কমিশনে দাখিলের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, মন্ডলপাড়া গ্রামের কবরস্থান সংলগ্ন হাকিমপুর-দগরবাড়ী থেকে বয়ে যাওয়া একটি ছোট নালার ওপর সেতুটি নির্মাণ করা হচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরের ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় এটি নির্মাণ করছে তেঁতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। ব্যয় ধরা হয়েছে ৪৩ লাখ ৩৬ হাজার ২২ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি